শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি সিরিজ

মালিঙ্গার বিপক্ষে আছেন হাথুরুসিংহেও

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 21:53 শনিবার, 11 আগস্ট, 2018

শেষবার ২০১৭ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের পোশাকে খেলতে দেখা গেছে শ্রীলঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে। এরপর এখন পর্যন্ত জাতীয় দলে দেখা যায়নি তাকে।

কিন্তু বিভিন্ন লীগে এখনও নিজের বোলিংয়ের ধার দেখিয়েই যাচ্ছেন তিনি। সম্প্রতি টরোন্টোতে গ্লোবাল টি-টুয়েন্টি লীগে মন্ট্রিল টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফর্মেন্স করেছেন মালিঙ্গা। 

ছয় ম্যাচ খেলে নিয়েছেন ১৩টি উইকেট। পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ বোলারের তালিকায় তৃতীয়। এমন ফর্মে থাকলেও দক্ষিন আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। 

এবারও উপেক্ষিত হয়েছেন দেশের হয়ে ৬৮ টি টি-টুয়েন্টি খেলা এই অভিজ্ঞ বোলার। এর আগে ওয়ানডে সিরিজেও জায়গা হয়নি তার। তখন নির্বাচক কমিটির যুক্তি ছিল, বছরের শুরুতে ঘরোয়া ওয়ানডে সিরিজে খেলেননি মালিঙ্গা।

তাই তাকে দলে রাখা হয়নি বলে মন্তব্য করেন নির্বাচকরা। সে সময় আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং মেন্টরিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু এরপরে শ্রীলংকার ঘরোয়া টি-টুয়েন্টি আসরে খেলেন মালিঙ্গা।

সেখানে যৌথভাবে সেরা উইকেট শিকারিও হন তিনি। এছাড়া গ্লোবাল টি-টুয়েন্টি লীগেও তার বোলিং ধার দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছিলো এবার অন্তত জাতীয় দলে ফিরবেন তিনি। কিন্তু কোচ হাথুরুসিংহে এবার আঙ্গুল তুললেন মালিঙ্গার ফিল্ডিংয়ের দিকে।

'জাতীয় দল সবকিছুর আগে। দলের ঐতিহ্য রক্ষা করাটা জরুরী। তার প্রতি আমরা ভিন্ন আচরণ কখনোই করবো না। সে দারুণ একজন ক্রিকেটার। তার সেটাই এখন করে দেখানো উচিত যা সে আগেও করে দেখিয়েছে। 

'শুধু বোলিং নয়, ফিল্ডিংও ভালো করতে হবে তাকে। তার সামনে সুযোগ আছে ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে খেলার। সে যদি ভালো পারফর্মেন্স করে তবে অবশ্যই আমরা তাকে বিবেচনা করবো।'

শ্রীলঙ্কা স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে।

এছাড়া স্ট্যান্ডবাই আছেনঃ দিমুথ করুনারত্নে, ইসুরু উদানা, নিরোশান ডিকওয়েলা, কাসুন রাজিথা।