নারী ক্রিকেট

দেশের অর্জনে নতুন পালক যোগ করতে চান ফাহিমারা

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:33 শনিবার, 11 আগস্ট, 2018

নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের। আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখে শনিবার থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

মূলত মেয়েদের অনুশীলন ক্যাম্পটি গত ৪ আগস্ট শুরু হওয়ার কথা ছিল চট্টগ্রামে। তবে সপ্তাহব্যাপী চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করা নারী ক্রিকেটাররা চট্টগ্রামে যেতে পারেননি। তাই বাধ্য হয়েই মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু করতে হয়েছে তাদের।

এদিকে, সাম্প্রতিক সময়টা দারুণ যাচ্ছে বাংলাদেশ নারী দলের। এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। কিছুদিন আগে আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পর নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে তারা।

মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ নারী দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন জানিয়েছেন এখন তাদের লক্ষ্য নতুন কিছু করা। সেই লক্ষ্যেই সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ নারী দল।

"আমাদের কন্ডিশনিং ক্যাম্প চলছে। আমাদের লক্ষ্য এখন নিজেদের ফিট করা। চেষ্টা করবো নতুন কিছু করার। যা অর্জন করেছি তা চলে গেছে। লক্ষ্য থাকবে বাংলাদেশের জন্য নতুন কিছু করার।"

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন মাগুরার মেয়ে ফাহিমা খাতুন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে হ্যাটট্রিক করে তিনি এখন ইতিহাসের পাতায়। বিশ্বকাপেও তার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল।