promotional_ad

'এমন কন্ডিশনে যে কোন দলকে অলআউট করা সম্ভব'

জেমস অ্যান্ডারসন
promotional_ad

লর্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত নাকাল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বৃষ্টির কারণে প্রথম দিন মাঠে একটি বলও গড়ায়নি।


শুক্রবারও বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের খেলা। এদিন মাত্র ৩৫.২ ওভারের খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই অল্প সময়ের মধ্যেই ইংলিশ বোলারদের সামনে কুপোকাত হতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপকে।


জেমস অ্যান্ডারসন,স্টুয়ার্ট ব্রড,আর ক্রিস ওকসের বোলিং রাজত্বের দিনে কোন মতে ১০০ পার করতে সক্ষম হয়েছে বিরাট কোহলির ভারত। অ্যান্ডারসন একাই মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ব্যাটিং লাইনআপের। মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি।


promotional_ad

এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত মাত্র ১০৭ রানে শেষ হয়েছে তাদের প্রথম ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করতে পেরেছেন রবিচন্দ্র অশ্বিন। এছাড়াও অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ২৩ রান। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথম ইনিংসের সেরা বোলার অ্যান্ডারসন এরূপ অবস্থার ব্যাখ্যা দিয়েছেন এই ভাবেই,


'আজকের কন্ডিশনে ব্যাট করা আসলেই অনেক কঠিন ছিল। ভারতীয় ব্যাটসম্যানদের ক্ষেত্রে কাজটা সহজ ছিলনা। এ কন্ডিশনে যে কোন দলকেই ভুগতে হত। আমাদের যে বোলিং লাইনআপ আছে এমন কন্ডিশন পেলে যে কোন দলকেই অলআউট করতে পারব।'


উল্লেখ্য লর্ডসের তৃতীয় দিনেও উইকেটের উল্লেখযোগ্য পরিবর্তন আসবেনা বলে ধারনা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তৃতীয় দিনের খেলায়ও হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। তাই প্রত্যাশিত ভাবেই উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন পেসাররা। এখন দেখার বিষয় ইংলিশ পেসারদের ন্যায় কতটা সুযোগ লুফে নিতে পারেন ভারতীয় পেসাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball