সিপিএল ২০১৮

অবিশ্বাস্য রাসেলের কীর্তিতে জ্যামাইকার অবিস্মরণীয় জয়

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 11:11 শনিবার, 11 আগস্ট, 2018

যথার্থ অলরাউন্ড পারফর্মেন্স কিরূপ হতে পারে তারই একটি চাক্ষুষ উদাহরণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) তৃতীয় ম্যাচে দেখিয়েছেন উইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। 

পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত এই ম্যাচে জ্যামাইকা তালাওয়াসের হয়ে ব্যাট হাতে চার ছক্কার বন্যা বইয়ে দিয়েছিলেন রাসেল। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে খেলেছেন ১২১ রানের ইনিংস। যেখানে ছিল ১৩টি ছয় ৬টি চার!  

শুধু তাই নয়, সিপিএলে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ডটিও এদিন নিজের করে নিয়েছেন রাসেল। মাত্র ৪০ বলে শতক তুলে নিয়েছেন তিনি যা সিপিএলের ইতিহাসে সবথেকে দ্রুততম। 

আর তাঁর এই তান্ডবে ত্রিনবাগোর ছুঁড়ে দেয়া ২২৪ রানের এভারেস্ট লক্ষ্যে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় তালাওয়াস। রাসেল ছাড়াও ডানহাতি ব্যাটসম্যান কেনার লুইস খেলেছেন ৩৫ বলে ৫১ রানের ইনিংস। ত্রিনবাগোর হয়ে আলী খান ৩টি এবং ফাওয়াদ আহমেদ ২টি করে উইকেট শিকার করেছেন।  

এবার আসা যাক বোলার রাসেলের কীর্তির কথায়। ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটিংয়ের শেষ ওভার চলছিল তখন। অধিনায়ক রাসেল নিজেই সেই ওভারটি করার দায়িত্ব নিলেন।

পরবর্তীতে বোলিংয়ে এসে একই ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে ত্রিনবাগোর তিন ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্রাভো এবং দীনেশ রামদিনের উইকেট তিনটি তুলে নেন রাসেল। এরই সাথে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই হ্যাট্রিক হিরো বনে যান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠান প্রথমবারের মতো সিপিএলে অধিনায়কত্ব করা তালাওয়াস অধিনায়ক আন্দ্রে রাসেল। রাসেলের আমন্ত্রণে খেলতে নেমে ত্রিনবাগোর দুই কিউই রিক্রুট কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালামের জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছিল ত্রিনবাগো।

মুনরো মাত্র ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন (৩টি ছয় এবং ৫টি চার)। আর ম্যাককালামের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫৬ রান (৪টি ছয় এবং ৫টি চার)। ক্রিস লিন এবং ডোয়াইন ব্রাভোও খারাপ খেলেননি। ২৭ বলে ৪৬ রান করেছেন লিন।

অপরদিকে ব্রাভো খেলেছেন ১৬ বলে ২৯ রানের একটি কার্যকরী ইনিংস। জ্যামাইকা তালাওয়াসের হয়ে হ্যাট্রিক ম্যান রাসেল ছাড়াও ১টি করে উইকেট শিকার করেছেন ক্রিসমার সান্টোকি, ইমাদ ওয়াসিম এবং অ্যাডাম জাম্পা।