সিপিএল ২০১৮

সিপিএলের প্রথম ম্যাচেই মাহমুদুল্লাহদের বড় হার

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 08:54 শুক্রবার, 10 আগস্ট, 2018

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তাঁর।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সিপিএলের দ্বিতীয় ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের একাদশে ছিলেন না তিনি। আর রিয়াদ বিহীন সেন্ট কিটস এদিন ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে। ফলে ষষ্ঠ সিপিএলের আসরটি পরাজয় দিয়েই শুরু করলো মাহদুল্লাহর দলটি।     

রিয়াদদের বিপক্ষে এই ম্যাচে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গায়ানার অধিনায়ক শোয়েব মালিক। এরপর ব্যাটিং করতে নেমে যথারীতি ব্যাটিং ঝড় তুলেছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। মাত্র ৬৫ বলে ৮৬ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। 

কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় এরপরেও খুব বেশিদূর এগোতে পারেনি সেন্ট কিটস। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৬ রানে থামতে হয়েছে তাদের। গেইল ছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন কেবল বেন কাটিং এবং টম কুপার। উভয়েই ১৫ রান করেছেন। 

গায়ানার পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন উইন্ডিজদের জাতীয় দলে খেলা পেসার কিমো পল। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৬ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ইমরান তাহির, ক্রিস গ্রিন এবং সোহেল তানভীর ১টি করে উইকেট পেয়েছেন। 

১৪৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে শিমরন হেটমায়ারের ৪৫ বলে ৭৯ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। হেটমায়ার ছাড়াও ব্যাট হাতে রান পেয়েছেন দক্ষিণ আফ্রিকান রিক্রুট ক্রিস গ্রিন। ২৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন তিনি। অপরদিকে শোয়েব মালিক ১৪ এবং জ্যাসন মোহাম্মদ ১৬ রান করেন। 

সেন্ট কিটসের হয়ে সন্দ্বীপ লামিচানে এবং শেলডন কটরেল উভয়েই ২টি করে উইকেট শিকার করেছেন। বাকি বোলারদের আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ২১ বছর বয়সী হেটমায়ার।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস একাদশ-

ক্রিস গেইল (অধিনায়ক), এভিন লুইস, টম কুপার, বেন কাটিং, অ্যান্টন ডেভচিচ, কার্লোস ব্র্যাথওয়েট, ব্র্যান্ডন কিং, ডেভন থমাস (উইকেটরক্ষক), সন্দ্বীপ লামিচানে, শেলডন কটরেল, আলজারি জোসেফ। 

গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স একাদশ-

চ্যাডউইক ওয়ালটন, লুক রঞ্চি, শিমরন হেটমায়ার, শোয়েব মালিক (অধিনায়ক), জ্যাসন মোহাম্মদ, ক্রিস গ্রিন, শারফেন রাদারফোর্ড, সোহেল তানভীর, ইমরান তাহির, রায়াদ এমরিট, কিমো পল।