সিপিএল ২০১৮

প্রোভিডেন্সে নতুন মিশনে মাহমুদুল্লাহ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:06 বৃহস্পতিবার, 09 আগস্ট, 2018

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। তবে দলের বেশিরভাগ সদস্য এদিনে আসলেও আসেননি টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছিলেন তিনি।

কেননা ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলবেন তিনি। ৭০ হাজার ডলার মূল্যে তাকে কিনে নিয়েছে দলটি। 

এদিকে বৃহস্পতিবারেই মাঠে নামছে রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস। বাংলাদেশ সময়ে মধ্য রাত ৪ টায় প্রোভিডেন্সে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হতে যাচ্ছে তারা।

তুলনামূলক শক্তিশালী দলেই এবার খেলবেন রিয়াদ। দলে তার সঙ্গী হিসেবে আছেন ক্রিস গেইল, এভিন লুইসের মতো তারকা। এছাড়া দলে আছেন বেন কাটিং, তাবরাইজ শামসির মতো ক্রিকেটাররাও। 

আছেন নেপালের সন্দীপ লামিচানের মতো উদীয়মান তারকাও। নিজ দলে উইন্ডিজ টি-টুয়েন্টি দলের অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকেও পাচ্ছেন রিয়াদ। ম্যাচটির একাদশে রিয়াদের থাকার সম্ভাবনা প্রবল, কেননা সম্প্রতি টি-টুয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস স্কোয়াডঃ- ক্রিস গেইল,এভিন লুইস, বেন কাটিং, কার্লোস ব্র্যাথওয়েট, মাহমুদুল্লাহ রিয়াদ, তাবরাইজ শামসি, টম কুপার, শেলডন কোট্রেল, ব্র্যান্ডন কিং, ডেভন টমাস, গ্রায়েম ক্রেমার, ফেবিয়িন অ্যালেন, সন্দীপ লামচ্যাণ, শামরাভ ব্রুকস, জেরেমি লুইস , আলজেরারি জোসেফ, ইব্রাহিম খলিল, গ্লেন জাভেলে।