Connect with us

ইংল্যান্ড-ভারত সিরিজ

আরও শাণিত হোক ইংল্যান্ডঃ বাটলার


প্রকাশ

:


আপডেট

:

ছবি : জস বাটলার

এজবাস্টন টেস্টে ভিরাট কোহলির রান পাওয়ার পেছনে ইংল্যান্ডের ব্যর্থতাকেই দোষারোপ করেছেন ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান জস বাটলার। তবে এ ম্যাচে দলের বোলারদের অবদানকে বড় করে দেখছেন তিনি।

সিরিজের প্রথম টেস্টেই ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম শতকটি হাঁকিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। তবে ১৪৯ রানের এই ইনিংসের প্রতিটা রানের জন্য তাঁকে সংগ্রাম করতে হয়েছে বলে বিশ্বাস বাটলারের।

আর এর কৃতিত্বটা বোলারদেরই দিয়েছেন তিনি। বোলারদের আঁকা ছকে ২১ এবং ৫১ রানে স্লিপে দুইবার ধরা পড়তে পারতেন কোহলি। কিন্তু সুযোগ দুটি লুফে নিতে পারেনি ডেভিড মালান।

তবে লর্ডসে এমন ভুল যেন না হয় এ নিয়েই এতদিন কাজ করেছে পুরো দল এমনই জানিয়েছেন বাটলার। স্কাই স্পোর্টসে লেখা একটি প্রতিবেদনে এ বিষয়ে তাঁর ভাষ্য, 

'প্রথম ইনিংসে কোহলি অসাধারণ একটি শতক করেছিল। কিন্তু আপনাকে বোলারদের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। তাঁকে প্রতিটা রানের জন্য লড়াই করতে হয়েছে। আমরা কিছু সুযোগের সৃষ্টি করেও সেগুলো কাজে লাগাতে পারিনি। এই জিনিসগুলো নিয়েই আমরা এই সপ্তাহে কাজ করেছি, আরও বেশি শাণিত করার চেষ্টা করছি।'

এদিকে এজবাস্টন টেস্টে ফর্মে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে লর্ডস টেস্টে পাওয়া যাবে না। ব্রিস্টলের মারামারির ঘটনায় আইনিগত ঝামেলায় দলের বাইরে থাকবেন তিনি। যা ইংল্যান্ড দলের জন্য অনেক বড় ঘাটতি, এমনটাই মনে করছেন বাটলার।

'লর্ডসে স্টোকসকের অভাব অনেক বেশি পরিলক্ষিত হবে। কিন্তু আমরা জানি এ ম্যাচে আমরা তাঁকে পাচ্ছি না। যখনই সে দলে ছিল না অন্য কেউ তাঁর জায়গা পূরণ করার সুযোগ পেয়েছে। এজবাস্টনে যেমনটি করেছিল স্যাম কুরান। তাঁর (স্যাম) সামনে অবিশ্বাস্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।'

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন