উইন্ডিজ-বাংলা সিরিজ

গুরুদায়িত্বটা আমাদেরইঃ সাকিব

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 12:34 বৃহস্পতিবার, 09 আগস্ট, 2018

বিদেশের মাটিতে তিনটি সিরিজের মধ্যে দুটিতেই জিতেছে বাংলাদেশ দল। এজন্য দারুণ খুশি দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দেশের মাটিতে পা রেখেই জানান,

'সব মিলিয়ে বলতে গেলে এই ট্যুরটা সফল বলতে হবে, তিনটা ট্রফির মধ্যে দুইটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।'

একইসাথে সিরিজে নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট সাকিব। অবশ্য পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। ওয়ানডে সিরিজে রান পাওয়ার পরে টি-টুয়েন্টি সিরিজেও মেলে ধরেছেন নিজেকে, হয়েছেন সিরিজ সেরাও। আত্মতৃপ্তি নিয়ে তিনি জানান,

'নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভাল হতো। সবমিলিয়ে যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।'

তবে প্রতিবারের মত এবারো দলের হয়ে সিনিয়র ক্রিকেটাররাই পারফর্ম করেছেন। তেমন সফল হননি জুনিয়ররা। অবশ্য সুযোগও মেলেনি সেভাবে। সাকিব জানান,

'দেখুন আমরা (সিনিয়ররা) যাদের নাম বললেন আমরা ব্যাট করি উপরের দিকে। ব্যাট করার সুযোগটা বেশি পাই, স্বাভাবিকভাবে অবদান রাখার সুযোগ আমাদেরই থাকবে এবং আমাদেরই করা উচিত। সে কারণে আমাদের কন্ট্রিবিউশনের পারসেন্টেজ বেশি হয়।'