টেস্ট র‍্যাঙ্কিং

টেস্টে নাম্বার ওয়ান কোহলি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:34 রবিবার, 05 আগস্ট, 2018

এজবাস্টন টেস্টে লড়াই করেও জিততে পারেনি ভারত। ৩১ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। 

তবে ম্যাচ হারলেও এই টেস্টে দলের পক্ষে একাই লড়েছেন অধিনায়ক ভিরাট কোহলি। প্রথম ইনিংসের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও লড়াই করেছেন দলের জন্য। কিন্তু শেষ পর্যন্ত জেতাতে পারেননি দলকে।

এদিকে প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি খেলেছিলেন ১৪৯ রানের অনবদ্য ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ফিফটি। আর দুই ইনিংসে ভালো খেলার উপহার পেয়েছেন ম্যাচ শেষে। 

গত ২০১৫ সালের ডিসেম্বর থেকে টানা ৩২ মাস ধরে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছিলেন অস্ট্রেলার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার কারণে ক্রিকেট থেকে দূরে আছেন তিনি।

আর এজবাস্টন টেস্টে দুই ইনিংসে দারুন খেলে স্মিথকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। ০১১ সালের পর এবারই টেস্টে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ স্থান অর্জন করলো ভারতীয় কোনও ব্যাটসম্যান।

এর আগে এই তালিকায় এক নম্বরে ভারতীয়দের মধ্যে ছিলেন শচীন টেন্ডুলকার। র‌্যাংকিংয়ে ৯৩৪ পয়েন্ট নিয়ে কোহলি এখন তালিকার শীর্ষে। ৯২৯ রেটিং নিয়ে পরে আছেন স্টিভেন স্মিথ।