জাতীয় ক্রিকেট লীগ

এনসিএল দিয়ে ঘরোয়া মৌসুম শুরু বাংলাদেশের

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 21:13 শনিবার, 04 আগস্ট, 2018

জাতীয় ক্রি‌কেট লিগ (এনসিএল) দিয়েই নতুন ঘরোয়া মৌসুম শুরু করছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। আগামী অক্টোবরে পর্দা উঠবে ২০১৮-২০১৯ মৌসুমের জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল)। 

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম খান বিষয়টি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এবারের আসরেও জাতীয় লীগের ফরম্যাটে কোনো পরিবর্তন আসছে না।

স্তরও আগের আসরের মতো দুটিই থাকছে। তবে এবারের মৌসুমে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত আসরে জাতীয় লীগে খেলা  ক্রি‌কেটাররা ম্যাচ প্রতি ৩৫০০০ টাকা করে পেয়েছিলেন।

এবার তাদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিসিবি সভাপতি এর অনুমতি দিলেই আসন্ন আসর থেকেই বাড়তি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। ফলে আগামী আসর ঘিরে ক্রিকেটারদের উদ্দীপনার কমতি নেই।

আগের  দুই আসরের ধারাবাহিকতায় গেল আসরেও শিরোপা নিজেদের ঘরে তোলেছে খুলনা বিভাগ। আব্দুর রাজ্জাক-তুষার ইমরানরা দুর্দান্ত পারফর্মেন্সে গত আসরে খুলনা বিভাগকে হ্যাটট্রিক শিরোপা জিতিয়েছেন।

তারকাবহুল ঢাকা বিভাগ গত আসরে অবনমন হয়ে দ্বিতীয় বিভাগে নেমে গেছে। তাদের সঙ্গী সিলেট, চট্টগ্রাম ও ঢাকা মেট্রো। তবে, দুর্দান্ত পারফর্মেন্সে প্রথম স্তরে নিজেদের জায়গা ধরে রেখেছে খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ।