ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

ভারতকে জেতানোর দায়িত্ব কোহলির

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 00:26 শনিবার, 04 আগস্ট, 2018

ম্যাচ জিততে ভারতের লক্ষ্য ১৯৪ রান। কিন্তু এই রান তাড়া করতেই দারুণ ভরাডুবিতে টিম ইন্ডিয়া। ১১০ রান তুলে পাঁচ উইকেট হারিয়ে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ করলো তারা।

ব্যাটিং করছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (৪৩*)। তার সঙ্গে আছেন দিনেশ কার্তিক (১৮*)। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট শিকার করেছেন স্টুয়ার্ট ব্রড। 

একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, বেন স্টোকস ও স্যাম কুরান। পাঁচ ম্যাচের সিরিজে ভারতকে এগিয়ে নেওয়ার পুরোপুরি দায়িত্ব এখন বিরাট কোহলির কাঁধে। ম্যাচ জিততে তাদের দরকার ৮৪ রান, হাতে পাঁচ উইকেট।

আগের দিন এক উইকেটের বিনিময়ে নয় রানে থাকা ইংল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮০ রানে। ভারতীয় বোলারদের সম্মিলিত আক্রমণে টিকতেই পারেনি তারা। 

রবিচন্দন অশ্বিন নিয়েছেন তিন উইকেট, ইশান্ত শর্মার শিকার পাঁচটি উইকেট। বাকী দুইটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৩ রান আসে স্যাম কুরানের ব্যাট থেকে। 

২৮ রান করেন জনি বেয়ারস্টো। ইশান্ত শর্মা তার একই ওভারে তিন ইংলিশ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠালে বিপদে পরে যায় ইংল্যান্ড। শেষে স্যাম কুরানের ব্যাটেই রক্ষা হয় তাদের।

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৮৭ রান। ভারত নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২৭৪ রান।