ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ

সেঞ্চুরির নেশায় কোহলি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:51 বৃহস্পতিবার, 02 আগস্ট, 2018

অধিনায়ক হিসেবে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রুপান্তর করার হার (কনভারসন রেট) সবচাইতে বেশি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই করেছেন ১৪৯ রান। আর এই রানেই কনভারসন রেটে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন।  

অধিনায়ক থাকার আগেও ভারতীয়দের মধ্যে এই রেটে শীর্ষে ছিলেন তিনি (৪১.২ শতাংশ)। অধিনায়ক হওয়ার পরেও এই রেটে দারুণভাবে এগিয়ে ভারতীয় অধিনায়ক (৭১ শতাংশ)। 

এই তালিকায় তিনিই প্রথম। দ্বিতীয়তে আছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। অধিনায়ক থাকাকালীন সময়ে তার কনভারসন রেট ছিল ৫৩.৬ শতাংশ। তবে অধিনায়ক হওয়ার আগে এই রেট সবচেয়ে বেশি ছিল তার (৪২.১ শতাংশ)।

বল টেম্পারিং কেলেঙ্কারিতে ধরা পরে যাওয়ায় স্মিথ হয়তো আর অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন না। এক্ষেত্রে কনভারসন রেট আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার।

তালিকায় তৃতীয়তে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়ক হিসেবে কনভারসন রেট ৪১.৭ শতাংশ। আর অধিনায়ক হওয়ার আগে তার কনভারসন রেট ছিল ৪০.৬ শতাংশ।

তবে এই তালিকায় বাজে অবস্থান ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের। অধিনায়ক হিসেবে তার কনভারসন রেট মাত্র ১২.৫ শতাংশ। অধিনায়ক হওয়ার আগে এই রেট ছিল ২৯ শতাংশতে।