বিসিএল-এনসিএল

বিসিএল-এনসিএলে দিবা রাত্রির ম্যাচ?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 15:14 বুধবার, 01 আগস্ট, 2018

আগামী বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আর এই তিন ম্যাচের মধ্যে অন্তত একটি দিবা রাত্রির করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

কিন্তু জানা গেছে এই প্রস্তাবে রাজি নয় বিসিবি। দিবা রাত্রির টেস্ট খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নেই বলেই এই প্রস্তাবে সাড়া দেয়নি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই বিষয়টি নিউজিল্যান্ড নিশ্চিত করার পরে বুধবার দিন নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজনও,

'হ্যাঁ, নিউজিল্যান্ড বোর্ড থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল।, এটা ঠিক। আমরা এটা ইতিবাচকভাবেই দেখছি। 'কিন্তু আমাদের যেহেতু নিউজিল্যান্ডের আগ পর্যন্ত এ ধরনের কোনো খেলার সুযোগ নেই। বা ঘরোয়া লম্বা সংস্করণেও দিবারাত্রির খেলার সুযোগ নেই, তাই আমরা মনে করছি এই টেস্ট খেলার মতো অবস্থায় আমরা নেই।'

অবশ্য নিউজিল্যান্ড এর আগেও ২০১৬-১৭ সালে বাংলাদেশর বিপক্ষে দিবা রাত্রির টেস্ট খেলতে চেয়েছিলো। কিন্তু সেবারও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। নিজেদের চার দিনের ম্যাচেই এই ধরণের অভিজ্ঞতা নেই ক্রিকেটারদের বিধায় এই সিদ্ধান্ত মনঃপুত হয়নি বোর্ডের। এই বিষয়টি স্বীকার করলেন বিসিবির প্রধান নির্বাহী। এছাড়া ঘরোয়া লীগেও দেখা যেতে পারে দিবারাত্রির ম্যাচ। এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড, এমন মন্তব্য তার।

'এর আগেও আমাদের একই পরিস্থিতি ছিল। দলের মধ্যে একটা খেলা নিয়ে দুই ধরনের মতই আছে, যে শুরু তো করতেই হবে কোনো এক সময়। আমরা ঘরোয়া লিগে এটা পরখ করে দেখব, এরপর আমরা এটা খেলা যায় কি না ভাবব। আমরা আসলে ঘরোয়ায় নিজেদের বাজিয়ে নিতে চাই। এখন আমাদের ঠিক করতে হবে, আমরা ঘরোয়া লিগে কখন এটা প্রয়োগ করব।'

উল্লেখ্য, সাদা পোশাকে ফ্লাডলাইটের খেলা বাংলাদেশের জন্য একেবারেই নতুন নয়। এর আগে ২০১৩ সালে বিসিএলের ফাইনালে মুখোমুখি হয়েছিল বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে সেটাই ছিল প্রথম এবং শেষ সাদা পোশাকের দিবারাত্রির ম্যাচ।