ইমরুলের ভাষ্য

শুভ দিনের প্রতীক্ষাতে ইমরুল কায়েস

তামজিদুর রহমান

তামজিদুর রহমান
প্রকাশের তারিখ: 14:11 মঙ্গলবার, 31 জুলাই, 2018

চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু দুই ম্যাচ সিরিজের একটিতেও তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। পরবর্তীতে অনেকটা শুন্য হাতেই দেশে ফিরতে হয়েছে তাকে। 

তবে এই নিয়ে খুব একটা আক্ষেপ নেই ইমরুলের। আগামীতে আবারো সুযোগ আসলে নিজেকে প্রমাণ করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি বলে জানিয়েছেন। বাংলাদেশের হয়ে খেলাটা অনেক সৌভাগ্যের বলেও উল্লেখ করেন জাতীয় দলের এই ওপেনার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে ইমরুল বলেছেন,

'হয়তো সুযোগ পাওয়া আমার কপালে ছিল না। আমি অবশ্য এভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি সুযোগ আসলে আবার খেলব, বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক ভাগ্যের ব্যাপার। যখনই দেশের জন্য খেলি তখন তখন সবসময় ভালো করার চেষ্টা করি ভালো করার।'

টেস্টের স্কোয়াডে ডাক পেলেও ওয়ানডেতে ভাগ্যের শিকে ছেড়েনি ইমরুলের। এই নিয়ে কিছুটা হতাশা থাকলেও সেটি লুকানোর চেষ্টাই দেখা গেল এই ওপেনারের মধ্যে। এরপরে সুযোগ আসলে সেটি যথাসম্ভব কাজে লাগানোর চেষ্টা করবেন উল্লেখ করে তিনি বলেন, 

'ক্রিকেটারের কাজটা তো অনুশীলন করা ও চেষ্টা করে যাওয়া। আমার কাজ চেষ্টা করে যাওয়া আমি সেটাই করব। যদি সুযোগ আসে তাহলে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। নিজের কাজটাই সবসময় করার চেষ্টা করি।'