ইংল্যান্ড-ভারত সিরিজ

আইপিএলের 'বন্ধুত্ব' ভুলে যাবে ইংলিশরা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 12:53 সোমবার, 30 জুলাই, 2018

দুই দিন পরই শুরু হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের লড়াই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি দু'দলের কাছেই অনেক গুরুত্বপূর্ণ।

যেকারণে আসন্ন টেস্ট সিরিজে কেউ কাওকে ছাড় দিতে নারাজ। এমনকি বন্ধুত্ব মাঠের বাইরে রেখেই খেলতে নামবে দু'দলের ক্রিকেটাররা।

এমনটাই মনে করেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। জাতীয় দলের বাইরে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে একসঙ্গে খেলেন ভারত এবং ইংলিশ ক্রিকেটাররা।

ভিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জার্সিতে এবছর আইপিএল মাতিয়েছেন মঈন আলী এবং ক্রিস ওকস আর রাজস্থানের হয়ে খেলেন জস বাটলার এবং বেন স্টোকস।

আর বাটলার জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকলীন আইপিএলের বন্ধুত্ব মাঠের বাইরে রেখেই খেলতে নামবেন তারা। বাটলার জানান, 

'এই ভারতীয় দলের অনেকের সাথেই আমি আইপিএলে খেলেছি। অনেকের সাথে খুব ভালো বন্ধুত্বও হয়েছে। দুই দলের অনেকেই একে অন্যের ভালো বন্ধু। কিন্তু যখন আপনি একে অন্যের প্রতিপক্ষ।

তখন আসলে এরকম বন্ধুত্বটা দূরে রাখতে হবে, কারণ সবাই যার যার জায়গায় জয়ী হতে চাইবে। আইপিএলে আমরা বন্ধু হলেও জাতীয় দলের খেলায় সেটাকে মাথায় আনবে না কেউই।’

আইপিএলে একসাথে খেলার সুবাদে প্রতিপক্ষের খেলার ধরন অনেকটাই চেনা দুই দলের, মানছেন। আর এটাকেই কাজে লাগাতে চান এই ডানাহাতি ব্যাটসম্যান। বাটলার আরও জানান, 

‘এই যুগে ফ্র্যাঞ্চাইজি লিগের সুবাদে অনেকেই একসাথে খেলেছে। অন্যদের শক্তি, দুর্বলতার জায়গাগুলোও সবার কমবেশি জানা। সবাই এটাকে কাজে লাগাবে। তবে দিনশেষে মাঠের পারফরম্যান্সটাই পার্থক্য গড়ে দেবে।’