নারী দলের টেস্ট স্ট্যাটাস

মেয়েদের টেস্ট ভাবনায় বিসিবি

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 19:03 বৃহস্পতিবার, 26 জুলাই, 2018

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। সবশেষ নারী টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে তারা।

নারী দলকে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মেয়েদের টেস্ট মর্যাদা চেয়ে আগামী দু’এক বছরের মধ্যেই আইসিসির কাছে আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট খেলার মতো সামর্থ্য অর্জনের লক্ষ্যে নারী দলের কোচিং স্টাফ বাড়ানোরও চিন্তা করছে বাংলাদেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন।

‘নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করব। সেক্ষেত্রে সবার আগে তাদের শারীরিক সক্ষমতার ওপর জোর দিতে হবে। আর এ বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ বাড়ানোর কথা ভাবছি।’

বাংলাদেশ নারী দলের জন্য নতুন প্রধান কোচ, সহকারী কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বিসিবি। তা দারুণ ভাবে কাজেও দিয়েছে। নতুন কোচিং স্টাফরা যোগ দেয়ার পরই মালয়েশিয়ায় এশিয়া কাপ, আয়ারল্যান্ড সিরিজ ও নেদারল্যান্ডসে বাছাই পর্ব জিতেছে বাংলাদেশের মেয়েরা।

এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মেয়েদের মোট ১০টি দেশ টেস্ট খেলেছে। এর মধ্যে ধারাবাহিক ভাবে সাদা পোষাকে খেলছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৩৪ সাল থেকে এখন পর্যন্ত ৭৩টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া নারী দল। ইংল্যান্ড খেলেছে সর্বোচ্চ ৯৪টি টেস্ট।