কাউন্টি চ্যাম্পিয়নশীপ

রুটের ক্যারিয়ার সেরা বোলিং

সৈয়দ সামি

সৈয়দ সামি
প্রকাশের তারিখ: 20:15 মঙ্গলবার, 24 জুলাই, 2018

ব্যাট হাতে অনেক ম্যাচই জিতিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। তবে তাকে বোলিং করতে দেখা যায় কালে ভদ্রে। এবার বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন তিনি।

তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে কাউন্টি চ্যাম্পিয়নশীপের ম্যাচে লঙ্কাশায়ারের বিপক্ষে ১০৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইয়র্কশায়ার। রুট মাত্র ৫ রান খরচায় ৪ টি উইকেট দখল করেছেন।

যা তার ক্যারিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান। বল হাতে দারুণ পারফরমেন্স করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ইংলিশ সেনসেশন। প্রথম ইনিংসে মাত্র ২২ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান।

রুট ৪ উইকেট নেয়ার পথে লঙ্কাশায়ারের দুই তারকা জস বাটলার ও জেমস অ্যান্ডারসনকে আউট করেছেন। রুটের বোলিং তোপেই নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কাশায়ার গুটিয়ে গেছে মাত্র ২০৪ রান করে।

এদিকে, কাউন্টি চ্যাম্পিয়নশীপে  ৩ জয় ও ৩ হার নিয়ে ৮৭ পয়েন্ট অর্জন করেছে ইয়র্কশায়ার। আর তাতেই তারা উঠে এসেছে ৫ নম্বরে। আর একটি ম্যাচ বেশি খেলে ১ জয় ও ৫ হারে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে লঙ্কাশায়ার।

আর ৮ ম্যাচে ৬ জয় ও ৬ জয়ে ১৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সারে। চ্যাম্পিয়নশীপের শেষে শীর্ষ চার দলের মধ্যে না থাকতে পারলে ডিভিশন দুইয়ে নেমে যেতে হবে দলগুলোকে। ফলে আগামী ম্যাচে ইয়র্কশায়ারের জয়ের বিকল্প নেই।