বিসিবির প্রেস

অজুহাতের দিন শেষ

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 13:55 সোমবার, 23 জুলাই, 2018

'আমরা একটি নিয়ম করতে যাচ্ছি, তা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাচ না খেলা পর্যন্ত ক্রিকেটাররা কেউ জাতীয় দলে বিবেচিত হবে না।'

জাতীয় দলের সাম্প্রতিক টেস্ট ম্যাচের পারফর্মেন্সের জন্য বিসিবির পক্ষ থেকে এমন নিয়ম আসবে, এটা বেশ কয়েকদিন ধরেই অনুমেয় ছিল। রবিবার রাতে ক্রিকবাজকে এমন  কথা বলেই দিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

অর্থাৎ, এখন থেকে নিয়মিত ভাবেই এনসিএল এবং বিসিএলে খেলতে দেখা যাবে সিনিয়র ক্রিকেটার সহ টেস্টে বিবেচিত সকল ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজের কাছে ২-০ ব্যবধানে হারার পরে বিসিবিও এই নীতি চালু করার ব্যাপারে একটু বেশিই মনোযোগী।

'আমরা অবশ্যই এই নিয়ম (প্রথম শ্রেণীর ম্যাচ বাধ্যতামূলক করা) চালু করবো আগামী এনসিএল, বিসিএলের আগে। লম্বা ভার্সনের ক্রিকেট অনেকেই খেলতে চায় না। এই বিষয়টি নিয়ে আমরা এতদিন কিছু বলিনি। তবে এখন থেকে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করবো। 

'শর্টার ফরম্যাটের জন্য শক্তি জমিয়ে না রেখে লম্বা ভার্সনে খেলার অভ্যাস করা উচিৎ আমাদের। আমাদের সাম্প্রতিক টেস্ট পারফর্মেন্স ভয়াবহ। ক্রিকেটারদের স্কিল আর টেম্পারমেন্টে অভাব আছে বলেই তারা এমন খেলেছে।' 

জানিয়ে রাখা ভালো, মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহের কমতি দেখা গিয়েছে সিনিয়র ক্রিকেটারদের। বছরের পর বছর এমনটা হয়ে আসছে। এবার তাই আটঘাট বেঁধেই নেমেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।  

ক্রিকেটারদের অজুহাত দেখানোর বিষয়টি ভালোভাবেই জানা জালাল ইউনুসের। তিনি জানান, 'যখনই ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার কথা আসে তখন আমাদের কিছু ক্রিকেটার বিভিন্ন অজুহাত দিয়ে এসব ম্যাচে খেলে না।'