শ্রীলংকা-দক্ষিন আফ্রিকা সিরিজ

বর্ডার-ওয়াহদের পেছনে ফেললেন আমলা

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:01 শনিবার, 21 জুলাই, 2018

টেস্ট ক্যারিয়ারে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা। শ্রীলংকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে ৯ হাজার রান পূরণ করেছেন তিনি। 

তৃতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাউলফলক স্পর্শ করেন তিনি। এর আগে এ কীর্তি গড়েন জ্যাক ক্যালিস এবং গ্রায়েম স্মিথ।

মাইলফলকে পৌঁছতে মাত্র ৩ রান পিছিয়ে ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই রেকর্ড স্পর্শ করেন আমলা।

যদিও ৯০০০ রানের ক্লাবে পৌঁছানর পর ১৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও ক্রিকেট বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান করলেন ৩১ বছর বয়সী আমলা।

২০৪ ইনিংসে আমলা ৯ হাজার রান পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ২৮ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। সর্বোচ্চ রান ৩১১। পাশাপাশি রেকর্ডটি গড়ার সময় অ্যালেন বর্ডার, স্টিভ ওয়াহ এবং শিভনারিন চন্দরপলকে পেছনে ফেলেছেন তিনি। 

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৩ হাজার ২০৬ রান করেন জ্যাক ক্যালিস। ডানহাতি এ অলরাউন্ডার ১৬৫ ম্যাচে ২৭৮ ইনিংসে এ রান করেন। সেঞ্চুরি হাঁকন ৪৫টি, হাফ সেঞ্চুরি ৫৮টি।

সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ১১৬ ম্যাচে ২৩ ইনিংসে করেন ৯ হাজার ২৫৩ রান। বাঁহাতি এ ওপেনারের সেঞ্চুরি ২৭টি, হাফ সেঞ্চুরি ৩৮টি। ক্যালিস ১৮৮ ইনিংসে এবং স্মিথ ১৯৫ ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।