ওয়েস্ট ইন্ডিজ সফর

বাউন্সি উইকেটের মর্ম বুঝলো বিসিবি

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:31 শনিবার, 21 জুলাই, 2018

সিরিজের দুটি টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত বাংলাদেশ দল। বাউন্সি উইকেটে নিজেদের ভালোভাবেই ব্যর্থ প্রমাণ করেছে টাইগার ব্যাটসম্যানরা, যার খেসারত ম্যাচ হেরেই দিয়েছে তারা।

টাইগারদের এমন হারে মিডিয়ায় প্রশ্ন উঠেছে ঘরোয়া ক্রিকেটের উইকেট নিয়েও। কেননা বাউন্সি উইকেটে সচরাচর খেলতে দেখা যায়না তামিম-মুশফিকদের। প্রশ্ন উঠেছে এসব বিষয়ে বিসিবি কর্তাদের সচেতনতা নিয়েও। 

শনিবার এই প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। হোম এডভান্টেজের বাড়তি সুবিধাই পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, মনে করছেন সাবেক এই অধিনায়ক।

'আমরা কিন্তু কক্সবাজার, সিলেটে বাউন্সি উইকেট বানিয়েছি। এবছর থেকে আমরা সেখানে খেলছি। এটি মানিয়ে নিতে সময় লাগবে। ইংল্যান্ড এখানে এসে আমাদের সাথে হারলো না উইকেটের জন্য? হোম এডভান্টেজ কিন্তু সবখানেই থাকে। 

'বাইরে গিয়ে এধরনের খেলার প্রত্যাশা করাটাও ঠিক হবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন বাউন্সি উইকেট বানানোর চেষ্টা করছি। পাশাপাশি মানসিকটার দিকটিও বেশ গুরুত্বপূর্ণ। দিন শেষে যতোই সুবিধা দিন, ক্রিকেটারদেরকে কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতে হবে।' 

তবে চেষ্টা করলে এই দলটিই পাল্টে দিতে পারে দৃশ্যপট, মনে করছেন আকরাম। খারাপ সময় পার করে আবারো সুদিনে ফিরবে টাইগাররা, এমন প্রত্যয়ই তার কণ্ঠে,

'আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকিটা ওদের ওপর। ওরাও যদি চেষ্টা করে তাহলে একটা সময় ভালো খেলবে। এই দলটিই কিন্তু গত চার, পাঁচ বছর চমৎকার ক্রিকেট খেলে আসছে। হয়তোবা এই সময়টা খারাপ যাচ্ছে, তবে ইনশাল্লাহ আমরা আবারো তাড়াতাড়ি ফিরে আসবো।'