শ্রীলংকা-দক্ষিন আফ্রিকা সিরিজ

স্পিনারদের রাজত্ব চলছে কলম্বো টেস্টে

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 18:51 শনিবার, 21 জুলাই, 2018

কলম্বো টেস্টে চলছে স্পিনারদের আধিপত্য। দ্বিতীয় দিনের সকালে অল আউট হয়েছিল শ্রীলংকা, পরের দুই সেশনে লঙ্কান স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি আফ্রিকার ব্যাটসম্যানরা।

আর শেষ সেশনে হেসেছে দুই লঙ্কান ওপেনারের ব্যাট। সব মিলিয়ে গল টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে শ্রীলংকা। দিন শেষে দখিন আফ্রিকার চেয়ে ৩৬৫ রানে এগিয়ে আছে শ্রীলংকা।

তাদের দলীয় স্কোর ৩ উইকেট হারিয়ে ১৫১ রান। সাজঘরে ফিরেছেন ধানুশকা গুনাথিলাকা ৬১ রান করে। ৫৯ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে।

দক্ষিন আফ্রিকার হয়ে দুটি উইকেট নিয়েছেন স্পিনার কেশাভ মহারাজ। আর এক টেস্টে এই প্রথম দশ উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের প্রথম ইনিংসে মহারাজের শিকার ৯ উইকেট।

তার ঘূর্ণিতে শ্রীলংকা দ্বিতীয় দিন অল আউট হয়েছে ৩৩৮ রানে।  আর প্রথম ইনিংসে দক্ষিন আফ্রিকা ব্যাট করতে নেমে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে খেয়েছে নাকানি চুবানি। তারা অল আউট হয়েছে মাত্র ১২৪ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লঙ্কানদের মধ্যে আকিলা ধনঞ্জয়া ৫টি এবং দিলরুয়ান পেরেরা নেন ৪টি উইকেট।