ইনজুরি ইস্যু

মুস্তাফিজের পক্ষ নিলেন আকরাম খান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 17:25 শনিবার, 21 জুলাই, 2018

শুক্রবার সিদ্ধান্ত নেয়া হয় মুস্তাফিজ রহমান বিদেশি লীগে খেলতে পারবেন না। দুই বছরের জন্য তাকে সব ধরনের বিদেশী লীগে অংশ নেয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে।

মূলত বিদেশী লীগে খেলতে গিয়ে তিনি যেন ইনজুরিতে না পরেন সেই জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণে তাকে জাতীয় দলে সব সময় চায় ক্রিকেট বোর্ড। 

এদিকে বোর্ড সভাপতি মুস্তাফিজকে নিয়ে এমন সিদ্ধান্ত জানানোর পর এবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

অবশ্য তিনি জনিয়েছেন, ইনজুরি আগে ভাগে জানিয়ে কখনো আসেনা। আর সে সবসময় বাইরে গিয়ে ইনজুরিতে পরেনি। মাত্র দুই বার পরেছে। আকরাম খান বলেন, 

'সে মাত্র দুই বার বাইরে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছে, সবসময় নয়। ইনজুরি তো আর ইচ্ছাকৃতভাবে হয় না। ও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে নিজেকে ফিরে পেতে।

শ্রীলঙ্কার সাথে চার দিনের ম্যাচও খেলেছে। এবার যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। আমার কাছে মনে হয় সে পুরোপুরি ফিট আছে বিধায় সে ম্যাচ খেলেছে এবং আগামীতে ভালো করবে বলে আশা করছি।'
  
২০১৬ সালে ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে প্রথমবারের মতো বড় ধরনের ইনজুরিতে পড়েন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কাঁধের সেই ইনজুরির কাওরনে ৪ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। 

এরপর আরও তিনবার বড় ধরণের ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। সবশেষ আইপিএলে খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ফলে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। ফলে মুস্তাফিজের বাইরের লীগে খেলার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।