সিপিএল ২০১৮

কুমিল্লার পর গায়ানার নেতৃত্বে মালিক

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:06 শনিবার, 21 জুলাই, 2018

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে গায়ানা অ্যামাজন ওয়ারির্সকে নেতৃত্ব দিবেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। শনিবার সিপিএলে তার নেতৃত্ব দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোন ফ্র্যাঞ্চাইজি লীগে নেতৃত্ব দিবেন পাকিস্তানের এই অলরাউন্ডার। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

 আগামী মাসের ৮ তারিখ থেকে শুরু হবে সিপিএলের নতুন আসর। আসর শুরুর আগে দক্ষিন আফ্রিকার সাবেক অধিনায়ক ইওহান বোথাকে কোচের দায়িত্ব তুলে দিয়েছিল গায়ানা কর্তৃপক্ষ।

এর আগে শোয়েব মালিক এবং ইওহান বোথা পিএসএলে মুলতান সুলতান্সে একসাথে কাজ করেছেন। সেখানে মুলতানের অধিয়ায়ক ছিলেন মালিক আর কোচ ছিলেন ইওহান বোথা। কিন্তু দুজন মিলে দলকে প্লে-অফে নিয়ে যেতে পারেননি। 

এদিকে মালিককে অধিনায়কের দায়িত্ব তুলে নেয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন কোচ বোথা। সেখানে তিনি জানিয়েছেন, পিএসলে মালিকের অধিনায়কত্ব দেখেই তাকে এবার গায়ানার অধিনায়ক করা হয়েছে। তিনি বলেন,

'পিএসএলে মালিকের অধিনে ভালোই করেছে মুলতান। আমিও তখন দলের সঙ্গে ছিলাম। সে অনেক ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে, মাঠের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে তার।

পিএসএলে এক সাথে কাজ করেছি, গায়ানাতেও করবো। আশা করছি একসাথে দলকে ভালো কিছু উপহার দিতে পারব।'