ইনজুরি ইস্যু

লম্বা সময় মাঠের বাইরে ঋদ্ধিমান

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 23:53 বৃহস্পতিবার, 19 জুলাই, 2018

সেই আইপিএল চলাকালেই বুড়ো আঙ্গুলে ইনজুরি হয়েছিল ভারতের টেস্ট উইকেটকিপার ঋদ্ধিমান সাহার। সেই ইনজুরি নিয়ে এখনো ভুগছেন তিনি। এমনকি আগামী দুই মাসেও সুস্থ হওয়ার সম্ভাবনা কম এই উইকেটকিপারের।

নিজের টুইটার বার্তায় এমন সংবাদ জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। যদিও আগেই জানা গিয়েছিলো তার ইনজুরিতে থাকার খবর (একারণেই আফগানিস্তানের বিপক্ষে খেলেননি তিনি)। এবার তিনি নতুন করে জানালেন সেরে উঠতে এখনো দুই মাসের মতো লাগার কথা তার।

আর তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেট রক্ষক রিশভ পান্ট। 

যদিও ঋদ্ধিমানের অনুপস্থিতিতে টেস্ট খেলার সম্ভাবনায় এগিয়ে থাকবেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ কার্তিকই। এদিকে এই সফরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাকে নেয়া হয়নি টেস্ট দলে।

গত আফগানিস্তান সিরিজে না খেলা পেসার মোহাম্মদ শামি ও ব্যাটসম্যান করুন নায়ার আছেন ১৮ সদস্যের এই দলে।

প্রথম ৩ টেস্টের জন্য ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুন নায়ার, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিশভ পান্ট, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর।