উইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ

বেসিক থেকে দূরে টাইগার পেসাররা

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 20:23 বৃহস্পতিবার, 19 জুলাই, 2018

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের পেসাররা বেসিক ক্রিকেট থেকেই অনেক দূরে বলে মনে করছেন একসময়ের জাতীয় দলের নিয়মিত পেসার শাহাদাত হোসেন রাজিব।

আর এটাকেই সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের অন্যতম কারণ মনে করছেন তিনি। এই ক্ষেত্রে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বোলাররা অনেক বেশি এগিয়ে দাবী করে বৃহস্পতিবার মিডিয়ার সামনে শাহাদাত জানান, 

'আপনি দেখেন ওদের অধিনায়ক হোল্ডার পাঁচ উইকেট নিয়েছে দ্বিতীয় ইনিংসে। ১৩০ এ বোলিং করলেও বলের এপ্রোচ এবং জায়গা ভালো ছিলো। মূলত টেস্ট ম্যাচে বেসিকটাই আসল। আমি ১৩৫ গতিতে বল করবো, কিন্তু লাইন এবং লেন্থ ঠিক রাখবো এটাই হওয়া উচিৎ। 

'আমার যদি সামর্থ্য থাকে জোরে বল করার তাহলে জায়গা মতো করতে হবে। এই জিনিসটি করেছে গ্যাব্রিয়েলও। সে বেসিক জিনিসটাই করেছে। সুতরাং আমরা যা পারি সেটাই ঠিক মতো করতে হবে। আর টেস্ট ম্যাচে আপনার আরও বেশি শক্তিশালী বোলার লাগবেই।'

এদিকে টেস্ট ম্যাচে ০-২ ব্যবধানে সিরিজ হারলেও ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে কষ্ট হবে উইন্ডিজের মনে করছেন শাহাদাত হোসেন রাজিব। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, 

'ওয়ানডেতে আমরা অনেক ভালো দল এবং এখানে আমাদের অনেক ভালো প্রতিযোগিতা হবে ওদের সাথে। ওরা আমাদের সাথে খুব সহজেই জিতবে এমন হবে না। ওদের সবাই খেলুক কোন সমস্যা নেই। আমাদের দলে হয়তো ক্রিস গেইল নেই তবে তামিম রয়েছে। 

'আমি গর্ব করে বলি সে দারুণ একজন ব্যাটসম্যান। এরপরে সৌম্য আছে, লিটন এখন ভালো ফর্মে আছে। হয়তো বা একটি বা দুটি টেস্ট ম্যাচ খারাপ খেলেছে, তাতে কি? কারণ উইকেট ছিলো এমন যে আমরা পেসাররা কিছু করতে না পারলেও উইকেট কিন্তু খারাপ ছিলো না।'