পেসারদের পারফর্মেন্সে হতাশ শাহাদাত

কষ্ট করে বোলিং করবে কে?

ইনতেছার

ইনতেছার
প্রকাশের তারিখ: 19:48 বৃহস্পতিবার, 19 জুলাই, 2018

টেস্ট ক্রিকেটকে গুরুত্বের সঙ্গে না দেখার কারণেই টেস্ট ক্রিকেটে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ দলের ক্রিকেটাররা; বিশেষ করে টি-টুয়েন্টির যুগে বোলারদের টেস্টে ভালো করার ক্ষুধাও কমে গেছে বলে মনে করছেন একসময়ের জাতীয় দলের নিয়মিত পেসার শাহাদাত হোসেন রাজিব।

দেশের হয়ে শেষবার ২০১৫ সালে টেস্ট খেলেছিলেন তিনি। এরপরে রীতিমতো হারিয়ে গেলেন। দীর্ঘ সময় পরে আবারো এলেন মিডিয়ার সামনে। ৩১ বছর বয়সী এই পেসার বৃহস্পতিবার জানান,

এখন টি টুয়েন্টি ক্রিকেট এসেছে। এখানে ভালো করাটাই সকলের কাছে বড় ব্যাপার। স্পষ্টই বলছি আমি। টেস্ট ম্যাচ চার অথবা পাঁচ দিনের। এখানে কে কষ্ট করে বল করবে? আমাদের বাংলাদেশের জন্য টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। আমরা সেটাই দেখছি না। এটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে দেখেন আমি একজন ক্রিকেটার, আমার এটি পেশা, সুতরাং আমার চিন্তা ধারণা ক্রিকেটেই থাকতে হবে। আমি তো আর অন্য কিছু করি না।

এদিকে সিনিয়র ক্রিকেটারদের দল নির্বাচনে গুরুত্বও দেওয়া হয়না বলে মনে করছেন এক সময়ের অন্যতম সেরা এই পেসার। এই ক্ষেত্রে ভালো উদাহরণও দিতে সক্ষম হয়েছেন তিনি।

টেস্ট ম্যাচে যে বিষয়টি সেটি হলো আমরা অনেককেই দেখছি, সুযোগ দিচ্ছি। তবে আপনি দেখেন যে একটি ম্যাচের জন্য সিনিয়র ক্রিকেটার অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে এই সিনিয়রটি কিরকম জানেন? ধরেন আজকে আপনার বয়স ২৮, কিন্তু খেলার বয়স আসলে ৩০ এর পরে।

অস্ট্রেলিয়ান বলেন, ইংল্যান্ড বলেন এমন অনেক দেশের ক্রিকেটার আছে যাদের অভিষেক হয় ৩০ বছর বয়সেই। মাইক হাসির কততে অভিষেক হয়েছে দেখেন। সে একজন গ্রেট ক্রিকেটার।