নতুন কোচের অধীনে মাঠে ফিরবে টাইগার স্কোয়াড

promotional_ad

নতুন কোচ স্টিভ রোডস গতকাল সকাল আটটায় বাংলাদেশে এসে পৌঁছেছেন। ঢাকায় পা রেখে সোজা এসেছিলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। ঘুরে দেখেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র এর অবকাঠামো।


আজ থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে তিন দিন অনুশীলন করার সুযোগ পাবে স্টিভ রোডসের ছাত্ররা।


আজ বেলা দুইটায় স্কোয়াডের সব সদস্যরা মিরপুরে উপস্থিত থাকলেও টেস্ট কাপ্তান সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ দল। ঈদের ছুটিতে দেশের বাইরে আছেন তিনি। আমেরিকা থেকে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দিবেন তিনি।


আগামী মাসের শুরুতে অ্যান্টিগায় প্রথম টেস্টের আগে বেশ কয়েকটি প্র্যাকটিস সেশন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ দল। তবে নতুন কোচের অধিনে ঢাকায় তিন দিনের অনুশীলন আলাদা গুরুত্ব পাচ্ছে।


promotional_ad

ঈদের ছুটিতে কোচ ও স্কোয়াডের বেশিরভাগ সদস্যরা ঢাকায় না থাকলেও বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলামদের মিরপুরে ঘাম ঝরাতে দেখা গেছে।


বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ


সাকিব আল হাসান (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও শফিউল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী।


স্ট্যান্ড বাইঃ


ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball