আইপিএল

গাভাস্কারের সমালোচনার জবাব দিয়ে কোহলির পাশে ফিঞ্চ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 13:12 Friday, April 26, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলি রান করছেন নিয়মিতই তবে প্রশ্ন উঠছে ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট নিয়ে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১১৮ স্ট্রাইক রেটে রান করে এবার সুনীল গাভাস্কারের সমালোচনার মুখে পড়েছেন কোহলি। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়কের পক্ষে কথা বলছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, কোহলি ঠিক কাজ করেছে।

হায়দরাবাদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল কোহলির। তবে সময় যত বেড়েছে ততই ধীরগতিতে ব্যাটিং করেছেন ডানহাতি এই ওপেনার। ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেন করতে নেমে খেলেছেন ৪৩ বল, রান করেছেন মাত্র ৫১। বর্তমান টি-টোয়েন্টি কিংবা আইপিএল বিবেচনায় যা খুবই দৃষ্টিকটু। শুধু এই ম্যাচেই নয় সবশেষ কয়েক বছরে প্রায় দেড়শ স্ট্রাইক রেটে ব্যাটিং করার পরও সমালোচনা শুনতে হয়েছে তাকে।

পাওয়ার প্লে শেষ হওয়ার পর হায়দরাবাদের সঙ্গে ১৯ বলে মাত্র ২৫ রান করেছেন কোহলি। বেঙ্গালুরুর এই ওপেনারের এমন ব্যাটিং দেখে ধারাভাষ্য কক্ষে বসেই সমালোচনা করেছেন গাভাস্কার। কোহলি আউট হয়ে ফেরার পর গাভাস্কার বলেন, ‘আপনি ইনিংসের প্রথম বল খেললেন এবং ১৪ কিংবা ১৫তম ওভারে আউট হলেন। যেখানে আপনার স্ট্রাইক রেট ১১৮। আপনার কাছ থেকে দল এটা প্রত্যাশা করে না।’

গাভাস্কারের কথার সঙ্গে অবশ্য দ্বিমত পোষণ করেছেন ফিঞ্চ। স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে কোহলির ইনিংস নিয়ে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ব্যাখ্যাটা দিয়েছেন একটু অন্য। ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন ১২ বলে ২৫ রান করা ডু প্লেসি। তিনে নেমে উইল জ্যাকসও ফিরেছেন দ্রুতই। কয়েক রানের ব্যবধানে ২ উইকেট হারানোর পর রান তোলার গতি কমিয়ে দেন কোহলি।

সেই সঙ্গে চারে নেমে রজত পাতিদার তাণ্ডব চালানো শুরু করলেও তরুণ এই ব্যাটারকে প্রায়শই স্ট্রাইক দিয়েছেন তিনি। এখানেই কোহলির পক্ষ নিয়েছেন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার বলেন, ‘আমার মনে হয় এখানে বেশ কিছু জিনিসের সমন্বয়ের ব্যাপার। হ্যাঁ, পাওয়ার প্লের পর সে ১৯ বলে ২৫ রান করেছে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে অন্য প্রান্তে পাতিদার পাগল হয়ে যাচ্ছিল। কখনও কখনও থিতু হওয়া ব্যাটার হিসেবে আপনার কাজ খেলাটাকে আরও গভীরে নিয়ে যাওয়া এবং পাতিদারকে আরও বেশি স্ট্রাইক দেয়া।’

ফিঞ্চ আরও যোগ করেন, ‘আপনি তাকে বিচ্ছিন্নভাবে দেখে বলতে পারেন হ্যাঁ, সে ধীরগতির হয়ে গেছে। কিন্তু আপনি যদি পার্টনারশিপ হিসেবে দেখেন তাহলে দেখবেন সেটা তাদের খুবই কাজে দিয়েছে। কারণ আরও একটা বিষয় হলো যখন দেখবেন কেউ আক্রমণাত্বক ব্যাটিং করছে তখন আপনার কাজ হলো নন স্ট্রাইক প্রান্তে থাকা। পাতিদারকে খেলতে গিয়ে সে ঠিক কাজই করেছে।’