বিপিএল

‘সাকিব-তামিম যদি ভুয়া ভুয়া শোনে, আমাদের তো মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:41 Thursday, February 29, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যেন নতুন মাত্রা পেয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল 'দ্বন্দ্ব'। দুজনের এই বিভাজনের কারণে বিভক্ত হয়ে পড়েছে দেশের ক্রিকেটের সমর্থকরাও। যার কারণে সাকিবকে দেখে তামিম ভক্তরা এবং সাকিবকে দেখে তামিম ভক্তরা 'ভুয়া ভুয়া' বলতেও দ্বিধা বোধ করছে না। এ নিয়ে উদ্বিগ্ন মুশফিকুর রহিম। তার মতে সাকিব বা তামিমের কারোরই এমনটা প্রাপ্য নয়।

দ্বিতীয় কোয়ালিফায়ারে 'সাকিব বনাম তামিমের' ম্যাচে সমস্ত আলো কেড়ে নিয়েছেন মুশফিকুর রহিম। ৪৭ রানের দায়িত্বশীল ইনিংসে ফরচুন বরিশালকে ফাইনালে তুলেছেন তিনি। এমন ইনিংসের কারণে ৯ বল বাকি থাকতেই ১৫০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে বরিশাল।

ম্যাচ শেষে মুশফিক কথা বলেছেন সাকিব ও তামিমের ভক্তদের নির্বুদ্ধিতা নিয়ে, 'তাদের দুজনকে নিয়ে লড়াই দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার। তারা যতটুকু বাংলাদেশকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই।'

'যারা ওদের নিয়ে কথা বলেন বা এই যে ‘ভুয়া ভুয়া’ বলেন, ... এটা আসলে... সাকিব আর তামিম যদি ‘ভুয়া ভুয়া’ শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল জিনিস... তাদের মতো ক্রিকেটার যদি আসলে... (ভুয়া ভুয়া শোনে)।'

বেশ কয়েক বছর ধরেই পুরোনো বন্ধুত্ব নেই সাকিব-তামিমের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথার মাধ্যমে একথা সামনে উঠে আসে। এরপর তামিমের নেতৃত্ব ছেড়ে দেয়া, তার ওয়ানডে বিশ্বকাপের দলে না থাকা, টি-স্পোর্টস চ্যানেলে সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকারের পর এই দুজনের দ্বন্দ্বের ব্যাপারটি সবাই বেশ ভালোভাবেই জেনে যায়।

মূলত এরপর থেকেই সরাসরি দুই ভাগ হয়ে গেছে এই দুজনের সমর্থকগোষ্ঠি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে এরই বহিঃপ্রকাশ ঘটায় তারা। এতে ঘি ঢেলে দেন সাকিব-তামিম দুজনই। রংপুর ও বরিশালের আগের ম্যাচে দুজন আউট হওয়ার পর পরস্পরের উল্লাসে আরও বিভক্ত হন ভক্তরা।

মুশফিক অবশ্য দায় দিচ্ছেন দর্শকদেরই। তার দাবি দ্বিতীয় কোয়ালিফায়ারে একদম শান্ত ছিলেন সাকিব ও তামিম, 'সত্যি কথা বলতে, এরকম বড় একটা ম্যাচে যদি এরকম একজন লাইমলাইট নিয়ে থাকে, তাহলে সবচেয়ে রিল্যাক্স থাকা যায়। দুইজন দুজনের যুদ্ধ করবে আর আমরা আমাদের খেলাটা খেলব, ইজি… (হাসি)।'

'সত্যি কথা… দুজনই আমি দেখেছি, অনেক রিল্যাক্সড ছিল, দুজনই ছিল নিজের মতো এবং ওরা দুজনই জানে, নিজ নিজ দলের জন্য ওরা কত বড় অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদেরকে বলার কিছু নেই। দুজনই দুই দিক থেকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার।'