এশিয়া কাপ

মাহমুদউল্লাহকে খেলালে উপরে খেলাতে হবে: আকাশ চোপড়া

সৈয়দ সামি

সৈয়দ সামি
Publish Date: 20:50 Sunday, September 11, 2022

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||

আজ এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশ প্রথম পর্ব থেকেই হেরে ছিটকে গেছে। অথচ একটু ভালো পারফর্ম করলেই অন্তত দ্বিতীয় পর্বে খেলার সুযোগ ছিল টাইগারদের। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল। এর আগে একই পরিণতি হয়েছিল শ্রীলঙ্কার।

সেই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলছে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। উল্টো খাঁদের কিনারায় গিয়ে ম্যাচ হেরেছে। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও সাউথ আফ্রিকার মতো পরাশক্তি।

তাই সীমিত ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর্ম করা কঠিন কাজ হবে বলে মনে করেন আকাশ। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, 'বাংলাদেশ একটা কঠিন গ্রুপে আছে, আর তারা একদমই ভালো খেলছে না।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে বেশ কিছু জিনিস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন তিনি। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের ওপর নির্ভরশীলতা কমাতে বলেছেন। পরক্ষণই মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসরের কথা মনে পড়লে সেই কথাটাও সুধরে নিয়েছেন আকাশ। সেই সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে ওপরে খেলানোর পরামর্শও দিয়েছেন তিনি।

কিছুক্ষণ ভেবে আকাশ বলেন, 'তাদের সাকিব এবং মুশফিকের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। মুশফিক তো এখন নেই। মাহমুদউল্লাহর উপরে ব্যাট করতে হবে, সে খুবই নিচে ব্যাট করে। সে ৫,৬ ও ৭ নম্বরে নামে। মাহমুদউল্লাহ রিয়াদকে খেলালে উপরে খেলাতে হবে।’

ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি লিটন দাসের। তবে বিশ্বকাপে এই ব্যাটার ফিরলে বাংলাদেশ দলে ভারসাম্য ফিরবে বলে বিশ্বাস আকাশের। তার ভাষ্য, 'লিটন ফেরত আসবে, তাই এটা একটা ভালো দিক। লিটন একজন ভালো ব্যাটার।'