পাকিস্তানের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ পাকিস্তানের

সৈয়দ সামি

সৈয়দ সামি
Publish Date: 22:21 Tuesday, August 28, 2018

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রাথমিক সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক হিসেবে এই সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

এর আগে ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করবে পাকিস্তান। এরপর ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে সরফরাজ আহমেদের দল।

এই সিরিজ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে আগামী ৩১ অক্টোবর মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ। এরপর সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে দুই দল।

এই সিরিজ শেষ হবে আগামী ৭ ডিসেম্বর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য আরব আমিরাতের দুইটি ভেন্যুকে বেঁছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। খেলাগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি:

অক্টোবর ৭-১১: ১ম টেস্ট, দুবাই
অক্টোবর ১৬-২০: ২য় টেস্ট, আবু ধাবি
২৪ অক্টোবর: ১ম টি-২০, আবু ধাবি
অক্টোবর ২৬: ২য় টি-২০, দুবাই
অক্টোবর ২৮: ৩য় টি-২০, দুবাই।
 
নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজের সূচি:

অক্টোবর ৩১: ১ম টি-২০, আবু ধাবি
নভেম্বর ২: ২য় টি-২০, দুবাই
নভেম্বর ৪: ৩য় টি-২০, দুবাই
নভেম্বর ৭: ১ম ওয়ানডে, আবু ধাবি
নভেম্বর ৯: ২য় ওয়ানডে, দুবাই
নভেম্বর ১১: ৩য় ওয়ানডে, দুবাই
নভেম্বর ১৬-২০: ১ম টেস্ট, আবু ধাবি
নভেম্বর ২৪-২৮: ২য় টেস্ট দুবাই
ডিসেম্বর ৩-৭: ৩য় টেস্ট আবু ধাবি।