বিশ্বকাপ বাছাই

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দলে চার্লস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:50 শুক্রবার, 09 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পিঠের নিচের অংশের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বাঁহাতি এই স্পিনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জনসন চার্লস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউসি)।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন চার্লস। এরপর যেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন ডানহাতি এই ওপেনার। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই সময়ের মাঝে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে মাত্র পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন ৩৪ বছর বয়সি এই ব্যাটার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২২ মৌসুমে দারুণ ব্যাটিং করে আবারও জাতীয় দলে ফেরেন চার্লস। চলতি বছরের শুরুতে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন তিনি।

ক্রিস গেইলের ৪৭ বলের রেকর্ড ভেঙে দিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজের সফরে ছিলেন না চার্লস। ম্যাচ পাতানোর অভিযোগে ডেভন থমাস নিষিদ্ধ হলে কপাল খুলে তার।

প্রায় সাত বছর পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে দলে ফেরেন চার্লস। প্রথম ম্যাচে ১৯ বলে ২৪ রান করলেও দ্বিতীয় ওয়ানডেতে করেছেন ৪৭ বলে ম্যাচজয়ী ৬৩ রান। হয়েছেন ম্যাচসেরাও। তবুও বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি।

মোতির চোটে শেষ পর্যন্ত কপাল খুলল তার। বেশ কিছুদিন আগে বাংলাদেশ ‘এ’দলের বিপক্ষে খেলার সময় পিঠের চোটে পড়েছিলেন মোতি। তবুও আরব আমিরাতে তাকে দলের সঙ্গে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেরে উঠতে না পারায় জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই খেলতে যাওয়া হচ্ছে না মোতির।

বাঁহাতি এই স্পিনারের বদলি হিসেবে চার্লসকে দলে নিয়ে ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে সরাসরি টিকিট পেতে জিম্বাবুয়েতে ১০ দলের বিশ্বকাপ বাছাই পর্বে লড়তে হবে ক্যারিবীয়। যেখানে তাদের খানিকটা বাড়তি সুবিধা দিতে পারে চার্লসের ব্যাটিং।