এশিয়া কাপ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর চটেছেন আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:36 মঙ্গলবার, 06 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

অতিরিক্ত গরমের কারণে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে চায় না বাংলাদেশ ও শ্রীলঙ্কা! বেশ কিছুদিন আগে এমন তথ্য দিয়েছিল ক্রিকইনফো। এমন খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ওপর বেজায় চটেছেন শহীদ আফ্রিদি।

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। মাস তিনেক বাকি থাকলেও এখন চূড়ান্ত হয়নি এশিয়া কাপের ভেন্যু। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে দল পাঠাতে চায় না বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হোক এবারের টুর্নামেন্ট।

যদিও পাকিস্তানের বাইরে এশিয়া কাপ করতে রাজি নয়। বেশ কিছুদিন সেটা নিয়ে থাকলেও এমন অবস্থান থেকে কদিন আগে সরে আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাব দেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। তিনি জানান, পাকিস্তানের ম্যাচগুলো তারা নিজেদের মাটিতে আর বাকি ম্যাচগুলো হবে দুবাইয়ে।

যদিও তাদের এমন প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্রিকইনফো জানায়, তীব্র গরমের কারণে সংযুক্ত আরব আমিরাতে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে এই দুই দেশের ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (৬ জুন) সকালে ক্রিকবাজ নিশ্চিত করেছে ‘হাইব্রিড’ মডেলে খেলতেই রাজি নয় বাকি দেশগুলো।

গরমকে ‘অজুহাত’ হিসেবে দেখানোয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর চটেছেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক মনে করেন, পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করা যাবে না। তিনি বলেন, ‘পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করে খেলতে পারেন না আপনি।’

নিজেদের সময় শারজাহতে সকাল ১০টায় ম্যাচ খেলার অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন আফ্রিদি। এমনকি বাউন্ডারি লাইনে দৌড়াতে নিয়ে মাথা ঘুরত এমন অভিজ্ঞতার কথাও বলেছেন সাবেক এই অভিজ্ঞ অলরাউন্ডার। আফ্রিদি বলেন, ‘আমরা শারজাহতে সকাল ১০টায় ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের দিকে দৌড়াতে গিয়ে মাথা ঘুরত।’

‘অনেক সময় এমনটা হয়। কিন্তু এটা আপনার ফিটনেসের পরীক্ষা নেবে। ‍অজুহাত দিতে চাইলে অনেক কিছুই বলতে পারেন। এই যেমন আরব আমিরাতে খুব গরম। এগুলোকে আমি শুধু অজুহাতই বলব।’