বাংলাদেশ ক্রিকেট

ভারত সিরিজের পর অক্টোবরে বাংলাদেশে আসবে পাকিস্তান

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:46 মঙ্গলবার, 06 জুন, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে ভারতের নারী ক্রিকেট দল। এরপর এ বছর জাহানারা আলম-নিগার সুলতানারা আরও দুটি সিরিজ খেলবে। 

জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ শেষে মাস দুইয়েকের আন্তর্জাতিক সূচি নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে অক্টোবরে বাংলাদেশের মাটিতে খেলতে আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য মতে, ১৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজটি।

অর্থাৎ পুরুষ দলের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবে নারী ক্রিকেট দল। এদিকে আসন্ন সিরিজের ম্যাচগুলো দুটি ভেন্যুতে আয়োজন করতে পারে বিসিবি। 

কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে নারী দলের সিরিজটি। এই সিরিজ শেষে সালমা-জাহানারারা দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন। সিরিজটিতে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

তা ছাড়া ২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যকার সিরিজটি। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ফলে ১১ বছরের বিরতি দিয়ে হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা।