Connect with us

অ্যাশেজ

ফাইনাল ও অ্যাশেজে অস্ট্রেলিয়ার পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে পরামর্শক হিসেবে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়োগ দিলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফাইনাল ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে অজিদের সঙ্গে কাজ করবেন জিম্বাবুয়ের সাবেক এই ক্রিকেটার।

২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার। এর আগে ইংলিশদের টিম ডিরেক্টরও ছিলেন তিনি। কাজ করেছেন ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের বেশ কয়েকটি দলের হয়ে। তার অধীনে তিনটি অ্যাশেজে সাফল্য পেয়েছে তারা।


ইংল্যান্ডের কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা থাকা ফ্লাওয়ারকে তাই কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া। ৭ জুন ওভালে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই ফ্লাওয়ারকে পরামর্শক হিসেবে দায়িত্ব দিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত।


এদিকে ফাইনালের পর ১৬ জুন ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ খেলতে নামবে অস্ট্রেলিয়ার। সেখানেও স্টিভ স্মিথ-প্যাট কামিন্সদের পরামর্শক হিসেবে থাকবেন। যদিও অ্যাশেজের পুরোটা সময় তাকে পাবে না অজিরা। অ্যাশেজের শেষ দিকে পরামর্শক হিসেবে আবারও যোগ দেবেন ফ্লাওয়ার।

ইংল্যান্ড ছাড়া আফগানিস্তানের হয়ে কাজ করেছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন রশিদ খান, মোহাম্মদ নবিদের পরামর্শক। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার বেশ ভালো অভিজ্ঞতাই আছে তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার।

তার অধীনে এবারের মৌসুমে শেষ চারে উঠেছিল লক্ষ্ণৌ। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ, টি-টেন ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। পিএসএলে মুলতান সুলতানের হয়ে জিতেছেন শিরোপাও। এবার ইংল্যান্ডের মাটিতে স্মিথ-কামিন্সদের সাফল্য এনে দেয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। কারণ এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা হয়নি অস্ট্রেলিয়ার।

সর্বশেষ

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপে মিস করবেন শান্ত

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমকে বিশ্বকাপ দলে না রাখার ব্যাখ্যা দিলেন নান্নু

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

তামিমের ‘চাইতেই পারো’ কিংবা সাকিবের ‘ঘরে সুখ নাই’

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই তামিম

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

সাকিবের চাওয়াতে বিশ্বকাপে নেই নাফিস ইকবাল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

পাপনের ডাকে মিরপুরে মাশরাফি

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এক কোটি টাকা দিয়ে জামিন পেলেন সেনানায়েকে

২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৩

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

আর্কাইভ

বিজ্ঞাপন