শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

জরিমানার কবলে আফগানিস্তান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 সোমবার, 05 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় তুলে নিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। যদিও সেই ম্যাচেই স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হয়েছে আফগানদের। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল আফগানিস্তান। এ কারনেই তাদের শাস্তি পেতে হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তির নির্দেশ দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভারে পিছিয়ে থাকার জন্য ক্রিকেটারদের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার বিধান রয়েছে। আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি এই শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২ রানে হেরেছে আফগানিস্তান। ফলে সিরিজে সমতা ফিরেছে। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগামী বুধবার স্বাগতিকদের মুখোমুখি হবে আফগানিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে বাংলাদেশের বিপক্ষে দুইভাগে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানরা। একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে ১০ জুন বাংলাদেশে পা রাখার কথা রয়েছে আফগানদের।

১৪ জুন মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্টটি। ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ৮ ও ১১ জুলাই। দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৪ ও ১৬ জুলাই।