বাংলাদেশ ক্রিকেট

এশিয়া কাপের আগে মনোবিদ আনছে বিসিবি

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 15:41 রবিবার, 04 জুন, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

আসন্ন এশিয়া কাপের আগে মনোবিদের শরণাপন্ন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত ক্রিকেটারদের মানসিক অবস্থা উন্নয়নে এই পদক্ষেপ নিতে যাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে ১১ আগস্ট থেকে তামিম ইকবাল-সাকিব আল হাসানদের নিয়ে কাজ করবেন ডক্টর ফিল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ডক্টর ফিলকে মাত্র ২ সপ্তাহের জন্য পেতে পারেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ ও এশিয়া কাপের মত বড় আসরকে সামনে রেখে এই মনোবিদকে আনতে যাচ্ছে বোর্ড। 

জালাল ইউনুস বলেন, '১১ আগস্ট থেকে একজন মনোবিদ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন। তার নাম ডক্টর ফিল। এশিয়া কাপের আগে সে আসবে। মূলত বড় দুটি টুর্নামেন্টকে মাথায় রেখে তাকে আনা হচ্ছে।'   

এদিকে ছুটি কাটিয়ে দেশে ফেরার সময় মাইন্ড ট্রেনার অ্যালান ব্রাউনকে সঙ্গে নিয়ে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ক্রিকেটারদের মানসিক উন্নয়নে কয়েকদিন কাজ করবেন ব্রাউন। 

দীর্ঘ দিন ধরেই মনোবিদ নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। হাথুরুসিংহের যোগ দেওয়ার পর অবশেষে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। হাথুরুর সঙ্গে আসা ব্রাউন ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।

আজ (রোববার) জাতীয় দলের অনুশীলন শুরুর আগে একটি সেশন করেছেন ব্রাউন। প্রায় ঘণ্টা ব্যাপী মেন্টাল স্ট্রেংথের এই সেশন চলে মিরপুরে।