ভারতীয় ক্রিকেট

‘মানসিক চাপের কারণে শিরোপা জিততে পারে না ভারত’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 শুক্রবার, 02 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

লম্বা সময় ধরেই দ্বিপাক্ষিক সিরিজে দাপট দেখাচ্ছে ভারত, বিশ্বকাপ যাত্রা শুরু করছে ফেভারিট হিসেবেও। তবে আইসিসির টুর্নামেন্টের সাফল্যের দেখা পাচ্ছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা। এমন ব্যর্থতার জন্য মানসিক চাপকে দায়ী করছেন ম্যাথু হেইডেন।

বছরখানেক আগে হার্দিক পান্ডিয়া বলেছিলেন, ভারতের তৃতীয় ও চতুর্থ সারির দলও বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে। যদিও মাঠের ক্রিকেটে সেটার প্রমাণ নেই। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপের কয়েকটি আসর খেলেছে তারা। তবে শিরোপার দেখা মেলেনি কোনো টুর্নামেন্টেই। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও শিরোপা খুইয়েছে ভারত। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল তারা।

আরও একবার শিরোপা না জেতার আক্ষেপ মেটানোর সুযোগ পাচ্ছে ভারত। ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নামবেন কোহলি-রোহিতরা। ফাইনালের আগে সবশেষ দশকে ভারতের শিরোপা না জেতা নিয়ে কথা বলেছেন হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটার মনে করেন ভারতের সামর্থ্যের ঘাটতি নেই।

এ প্রসঙ্গে হেইডেন বলেন, ‘ভারতের আইসিসি টুর্নামেন্টে শিরোপা না জেতাটা যতটা না সামর্থ্যের কারণে, তার চেয়ে অনেক বেশি মানসিক কারণে। দেখুন, ভারতে ক্রিকেটই জীবন। ভারতে ক্রিকেট সব খেলার মধ্যে এগিয়ে, ক্রিকেটের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’

‘অস্ট্রেলিয়াতে আমি রাস্তায় হাঁটতে পারি, হয়তো আমাকে অনেকেই চিনবে না। অস্ট্রেলিয়াতে ক্রিকেটের বাইরেও রাগবি, ফুটবলসহ বিভিন্ন খেলা নিয়ে মানুষের আগ্রহ আছে। অস্ট্রেলিয়াও সেই খেলাগুলোতে যথেষ্ট ভালো। ভারতে ক্রিকেটের দিকেই সবার মনোযোগ। তাই এই খেলায় অনেক চাপ।’

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে হেইডেনের। তাই ভালো করেই জানেন কিভাবে চ্যাম্পিয়ন হতে হয়। ভারতে কিভাবে এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে সেটার ব্যাখ্যাও দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। হেইডেন মনে করেন, সাফল্য, ব্যর্থতা, স্কোরবোর্ড নিয়ে না ভেবে রোহিতদের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

হেইডেন বলেন, ‘একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত তাদের। সাফল্য, ব্যর্থতা, স্কোরবোর্ড নিয়ে অতিরিক্ত ভাবনা বাদ দিয়ে ভারতের উচিত শুধু খেলে যাওয়া আর প্রক্রিয়াটার যথাযথ অনুসরণ। কী হবে, কী হবে না, এসব নিয়ে ভেবে লাভ নেই। যথাযথ প্রক্রিয়ার মধ্যে থাকলেই আমার মনে হয় সাফল্য পাওয়া যাবে।’