বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আইপিএলেও ডিউক বলে প্রস্তুতি নিয়েছেন কোহলি-অক্ষররা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:10 বৃহস্পতিবার, 01 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ভারতের ক্রিকেটাররা কদিন আগ পর্যন্ত ব্যস্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে। সাদা বলে খেলার ১০ দিনের মাথায় লাল বলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতি হয়েছে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল অবশ্য জানিয়েছেন, চিন্তার কোনো কারণ নেই। আইপিএলের মাঝেও তারা ডিউকের লাল বলে অনুশীলন চালিয়েছেন। সাদা বল থেকে লাল বলের ক্রিকেটে মানসিক পরিবর্তনটা বেশ কঠিন মানলেও অক্ষর মনে করেন তাদের হাতে যথেষ্ঠ সময় আছে।

অক্ষর বলেন, 'আমরা আইপিএল শুরুর আগেই এই ফাইনালের সূচি জানতাম। কাজেই আইপিএলের সময়ই আমরা আলোচনা করছিলাম লাল বলের প্রস্তুতি নিতে হবে। আমাদের কাছে লাল বল ছিল, সেগুলো আমরা কাজে লাগিয়েছি। আমরা জানি কখন খেলতে হবে। সাদা বল থেকে লাল বলে আসার মানসিক বদলটা কঠিন কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'

বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিন-মোহাম্মদ সিরাজের মতো ক্রিকেটার যাদের দল প্লে অফে খেলেনি তারা আরও লম্বা সময় পেয়েছেন নিজেদের মানসিকতা বদলানোর। এ প্রসঙ্গে অক্ষর বলেন, 'যারা আইপিএলে প্লে অফ খেলেনি তাদের হাতে আরও বেশি সময় ছিল। আমার মনে হয় না কোন সমস্যা আছে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই নামছি আমরা।'

ভারতের সাধারণত খেলা হয় এসজি বল দিয়ে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ডিউক বলে। ভারতীয় দল এ বিষয়ে আগে থেকেই জানত এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছে বলে জানালেন অক্ষর। তার ভাষ্য,  'তফাৎ হলো ডিউক বলে শাইনটা বেশি সময় থাকে। কিন্তু আইপিএলের সময় আমরা বল অর্ডার করেছিলাম। কাজেই আমরা এটা নিয়ে অনুশীলন করেছি।'

বলের সুইংয়েও থাকে পার্থক্য। অক্ষর মনে করেন ডিউক বলে মেধা ও দক্ষতার প্রয়োগ করতে পারলেই মিলবে উইকেটের দেখা। তিনি বলেন, 'সাদা বল আর লাল বলের সুইচটা এসজি বল আর ডিউক বলে সুইচের মতই। আপনাকে মেধা ও দক্ষতা প্রয়োগ করতে হবে। পরিকল্পনা কাজে লাগাতে হবে। ছন্দে বল করতে হবে। যদি আপনি ভালো জায়গায় বল রাখতে পারেন তাহলে কাজে দেবে।'