বিশ্বকাপ

বাংলাদেশ বিশ্বকাপ জেতার জন্যই খেলবে: পোথাস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:26 বৃহস্পতিবার, 01 জুন, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

পাশের দেশ ভারতের ৪ মাস পরেই বসছে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসর। আসন্ন এই বিশ্ব আসরকে সামনে রেখেই শেষ মুহূর্তের দল গোছাতে ব্যস্ত বাংলাদেশ দল। সামনেই আফগানিস্তান সিরিজ, তারপরও গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপের লক্ষ্য নিয়ে কথা বলতে হয়েছে বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের।

অল্প কদিন আগেই তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এর মধ্যেই বুঝে গেছেন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও ক্রিকেটাররাও স্বপ্নে বিভোর। তিনি নিজেও তাই বিশ্বকাপ নিয়ে বেশ আশাবাদী।

তিনি বলেন, 'সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খেলোয়াড়রা সবাই অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?'

বিশ্বকাপে ভালো করতে হলে নিজেদের সেরাটা দেয়ার বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যেই বাংলাদেশ দল নিজেদের ম্যানেজমেন্ট সাজাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের এই সহকারী কোচ। এরই মধ্যে প্রতিপক্ষ দলগুলোকে নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন পোথাস।

তিনি বলেন, 'যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমরা ভাবছি না। যতখানি সম্ভব আমরা প্রস্তুতি নিতে চাই। প্রতিপক্ষ সম্পর্কে গবেষণা করব। নিজেদের সেরাটা দিব। যেকোনো খেলার বিশ্বকাপে আপনি এসবই করতে পারেন।  আমরা যদি নিজেদের নিয়ে ভাবি তাহলে সব ঠিকঠাক হবে।'

আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে ১ জুন থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের স্পিন সামলানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।

এ নিয়ে পোথাস বলেন, ‘আফগানিস্তানের স্পিন যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাদের শীর্ষ মানের স্পিন অ্যাটাক আছে। এই চ্যালেঞ্জটা একইসাথে রোমাঞ্চকর। একটা সমস্যা সমাধানের মতো পরিস্থিতি অবশ্যই রোমাঞ্চকর। তবে স্পিনের সাথে পেস বোলিংও সামলাতে হবে। তাই স্পিন নিয়ে খুব বেশি ভেবে পেসের কথা ভুলে গেলে হবে না। টেস্ট ম্যাচ হল দাবা খেলার মতো। তারা যা নিয়েই আসুক, সমাধান বের করতে হবে। কিন্তু এটা রোমাঞ্চের। ’