বাংলাদেশ ক্রিকেট

নারী দলের নির্বাচক কমিটিতে শিপন-সজল, স্পিন কোচ দিনুকা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:28 বুধবার, 31 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই বাংলাদেশ নারীদের ম্যানেজার ও নির্বাচকের চাকরি হারিয়েছেন মঞ্জুরুল ইসলাম। তার জায়গায় নির্বাচক কমিটিতে যুক্ত করা হয়েছে সাজ্জাদ আহমেদ শিপন এবং সজল আহমেদ চৌধুরিকে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন শফিউল আলম চৌধুরি।

বেশ কয়েকটি সফরে ম্যানেজারের দায়িত্বে দেখা গেলেও সবশেষ শ্রীলঙ্কা সফরে ছিলেন না মঞ্জুরুল। সেই সফরের দল নির্বাচন নিয়েও প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। বিশ্রামের কথা বলে স্কোয়াডে রাখা হয়নি রুমানা আহমেদ আর সালমা খাতুনের মতো ক্রিকেটারদের। যদিও রুমানা গণমাধ্যমে দাবি করেছিলেন যে বিশ্রামের নামে তাকে বাদ হয়েছে।

এমনকি দলের পক্ষ থেকে নাকি তাকে বিশ্রামের কথা জানায়নি ২০২০ সাল থেকে নির্বাচকের দায়িত্ব পালন করা মঞ্জুরুল। এ ছাড়া আরও বেশ কয়েকটি অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপরই নারী ক্রিকেট থেকে তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। একজনের নির্বাচক প্যানেল থেকে সেটি এখন দুইজনের করা হয়েছে।

বর্তমানে নিয়োগ দেয়া হয়েছে ১৯৯৫ সালে বাংলাদেশের হয়ে দুটি ওয়ানডে খেলা সাজ্জাদ এবং নব্বই দশকে জাতীয় দলের হয়ে খেলা পেসার সজল। পরবর্তীতে আরও একজনকে যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন নাদেল। মেয়েদের সব খেলায় নির্বাচকদের মাঠে দেখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে নাদেল বলেন, ‘আমরা নির্বাচক প্যানেলে সাজ্জাদ আহমেদ শিপন ভাইকে এনেছি, সজল আহমেদ চৌধুরিও আছেন। আপাতত এই দুইজন। পরে একজন হয়তো যুক্ত হবেন। কারণ আমাদের টুর্নামেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। এক জায়গায় বসে বা একজনের পক্ষে এতগুলো টুর্নামেন্ট কাভার করা সম্ভব নয়।’

‘তাই আমরা এটি (নির্বাচকের সংখ্যা বাড়ানো) করতে যাচ্ছি। বয়সভিত্তিক, ইমার্জিং দল ও জাতীয় দল- সবগুলো খেলায় যেন আমাদের নির্বাচকরা মাঠে থাকতে পারেন, তারা সেটা দেখতে পারেন।’

নতুন নির্বাচক কমিটির সঙ্গে নতুন স্পিন বোলিং কোচও নিয়োগ দিয়েছে বিসিবি। যেখানে প্রধান কোচ হাসান তিলকারত্নের সঙ্গে স্পিন বোলিং কোচ হিসেবে দেখা যাবে তারই স্বদেশি দিনুকা হেতিয়ারাচ্চিকে। শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দিনুকা। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ও শেষ টেস্টে নিয়েছিলেন ২ উইকেট। তবে ২৩৪ প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার উইকেট আছে তার।

আগামী ২-৪ দিনের মাঝেই বাংলাদেশে আসছেন বলে জানান নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল। তিনি বলেন, ‘আমাদের জাতীয় দলে (প্রধান কোচ) হাশান তিলকারাত্নে আছেন, সম্প্রতি আমরা শ্রীলঙ্কা থেকে স্পিন কোচ হিসেবে দিনুকাকে (দিনুকা হেতিয়ারাচ্চি) নিচ্ছি। তিনি ২-৪ দিনের মধ্যে যুক্ত হবেন।’

এদিকে বয়সভিত্তিক দলে দীপু রায় চৌধুরি ও ওয়াহিদুল গনিকে যুক্ত করার ব্যাপারে তিনি বলেন, ‘বয়সভিত্তিকের জন্য আমরা দীপু রায় চৌধুরি ও ওয়াহিদুল গনিকে নিয়েছি। দীপু রায় আগেও কাজ করেছেন৷ আরও ৩-৪ জন কোচকে এই প্যানেলে যুক্ত করার পরিকল্পনা আছে। যাতে তারা বয়সভিত্তিক ক্রিকেটের দলগুলোকে ভবিষ্যতে একটা শক্তিশালী পাইপলাইন হিসেবে তৈরি করে দিতে পারেন।’