বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

মুমিনুল-রাব্বিদের বাজে ব্যাটিংয়ে বিপাকে বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:34 বুধবার, 31 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

গুড লেংথে পড়ে বেরিয়ে যাওয়া বলে গ্ল্যান্স করতে গিয়ে আউট হলেন মাহমুদুল হাসান জয়। অভিজ্ঞ মুমিনুল হক আউট হলেন রেইমন রেইফারের লেগ স্টাম্পের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ফ্লিক করতে গিয়ে। আর ইয়াসির আলী রাব্বি সাজঘরে ফিরলেন একেবারে সোজাসাপ্টা বলের লাইন মিস করে বোল্ড হয়ে। বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের চিত্রটা ঠিক এমনই। পুরো সিরিজে নিষ্প্রভ বাংলাদেশের ব্যাটিং আজ ছিল আরও নড়বড়ে। দ্বিতীয় দিন শেষ করার আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ তুলেছে ৭ উইকেটে মাত্র ১৫৭ রান। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ২৮৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৪৪৫ রানের জবাব দিতে নেমে শুরুটা বেশ ভালো করেছিল বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ও জয় মিলে খানিকটা আশা দেখাচ্ছিলেন স্বাগতিকদের। তবে তাদের জুটিকে দীর্ঘস্থায়ী হতে দেননি আকিম জর্ডান। ডানহাতি এই পেসারের বলে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটকিপার জশুয়া ডি সিলভাকে ক্যাচ দেন জয়। ডানহাতি এই ওপেনার ফেরেন ২৭ বলে ৯ রান করে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি মুমিনুল। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নেয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছেন তিনি। তবে প্রথম ইনিংসে ভুল শটে ব্যর্থ হতে হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। রেইফারের লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল খেলতে গিয়ে মাত্র ৫ রানে ফিরেছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক। এরপর অবশ্য বাংলাদেশকে টেনে তোলারে চেষ্টা করেন জাকির ও সাইফ হাসান।

আগের ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হওয়া জাকির এদিন বেশ ভালো ব্যাটিং করছিলেন। তবে নিজেদের ভুল বোঝাবুঝিতে ভাঙে তাদের দুজনের ২৮ রানের জুটি। অ্যান্ডারসন ফিলিপের গুড লেংথ ডেলিভারিতে শর্ট মিড উইকেটে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন জাকির। তবে বাঁহাতি এই ব্যাটারের ডাকে সাড়া দেননি সাইফ। ফলে নিজেদের ভুলে রান আউটে কাটা পড়তে হয় ২৯ রান করা জাকিরকে। ব্যর্থতার পাল্লা ভারী করেছেন রাব্বি।

কেভিন সিনক্লেয়ারের বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। রাব্বির ব্যাট থেকে এসেছে ৯ রান। আগের টেস্টের দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করা শাহাদাত হোসেন দিপুকে ইনিংস বড় করতে দেননি সিনক্লেয়ার। ডানহাতি এই স্পিনারের বলে টপ এজ হয়ে সিনক্লেয়ারে হাতে ক্যাচ দিয়েছেন ৩ রান করা এই ব্যাটার। ধৈর্য্য ধরে অনেকটা সময় উইকেটে টিকে ছিলেন সাইফ। তাকে বিদায় করেন অ্যান্ডারসন।

ডানহাতি এই পেসারের লাফিয়ে উঠা বলে কাট করতে চেয়েছিলেন সাইফ। তবে ঠিকঠাক শটটা খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। টপ এজ হয়ে কার্ক ম্যাকেঞ্জিকে ক্যাচ দিয়ে ফেরেন ৬৮ বলে ৩২ রান করা ম্যাকেঞ্জি। এদিন শুরু থেকেই দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন নুরুল হাসান সোহান। অ্যান্ডারসনের বলে কাট করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। গালিতে দাঁড়িয়ে ম্যাকেঞ্জি দুর্দান্ত ক্যাচ নিলে ৩৭ বলে ২৮ রান করে ফিরতে হয় সোহানকে।

১৩৮ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশকে আর কোনো উইকেট হারাতে দেননি তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাদের দুজনের কল্যাণে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৭ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। তানজিম ১৭ এবং নাসুম অপরাপজিত ৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও সিনক্লেয়ার। একটি করে উইকেট নিয়েছেন জর্ডান ও রেইফার।

এর আগে সকালে ৬ উইকেটে ৩৬০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে শেষ ৪ উইকেটে ৮৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। সিনক্লেয়ার হাফ সেঞ্চুরি পেলেও জর্ডান আউট হয়েছেন ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে। শেষ পর্যন্ত ৪৪৫ রান তুলে অল আউট হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নাসুম। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মুশফিক হাসান এবং শরিফুল ইসলাম। আর বাকি একটি উইকেট পেয়েছেন জয়।