ইমার্জিং এশিয়া কাপ

ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন জেসি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:27 বুধবার, 31 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ১০ জুন থেকে হংকংয়ে শুরু হচ্ছে নারী ইমার্জিং এশিয়া কাপের এবারের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই আসরে আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। একসময় বাংলাদেশ নারী দলের নিয়মিত মুখ ছিলেন তিনি।

এরপর ধারাভাষ্য দিয়েছেন, টিভিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার আম্পায়ার হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে চলেছে তার। বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করছেন জেসি।

তারই ধারাবাহিকতায় ইমার্জিং এশিয়া কাপে আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছেন তিনি। সুযোগ পেয়ে বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই নারী আম্পায়ার। সেই সঙ্গে বিসিবির দেয়া সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন তিনি। জেসি মনে করেন কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জেসি বলেন, প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই বিসিবিকে। বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাইকেও। তারা অনেক সাহায্য করেছেন। বিসিবিরও একটা ইচ্ছে ছিল, আইসিসির সব ইভেন্টে নারী আম্পায়াররা আছে। সেখানে আমরা পিছিয়ে ছিলাম। গতবার যখন এশিয়া কাপ বাংলাদেশে হলো বিসিবিও মিস করেছে এবং আমরাও মিস করেছি যে আমাদের কোনো নারী আম্পায়ার নেই। সেখান থেকেই আমাদের লক্ষ্য ছিল আমরা যে কঠোর পরিশ্রম করি এবং এখানে আসতে পারি। বিসিবিও আমাদের তৈরি করেছে।'

ছেলেদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে শুরু করে মেয়েদের বিসিএলসহ প্রায় সব টুর্নামেন্টেই আম্পায়ারিং করেছেন জেসি। গত এক-দেড় বছরে সেই ম্যাচের সংখ্যা ৫০টির বেশি হবে। এর মধ্যে রয়েছে ১১-১২ টি লঙ্গার ভার্সনের ম্যাচও। ম্যাচ পরিচালনায় দক্ষতা বাড়াতে তাকে নিয়মিত ক্লাসও করানো হচ্ছে বলে জানিয়েছেন জেসি।

তিনি বলেন, 'গত এক দেড় বছরে প্রায় ৫০-৬০টার উপরে ম্যাচ পরিচালনা করেছি। আমি যদি নিজের কথা বলি, ১১-১২টা লঙ্গার ভার্সন ম্যাচ আমি পরিচালনা করেছি। শুধু তো গেলেই হবে না ভালো করে জানতে হবে। এজন্য আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাদের নিয়মিত ক্লাস করানো হচ্ছে। এখনও আমাকে নিয়মিত ক্লাস করানো হচ্ছে। ক্রিকেটের আইন নিয়ে, টিভি আম্পায়ারিংয়ের কিছু ব্যাপার আছে সেগুলো নিয়ে। যেটা আমাদের আগে কোনো অভিজ্ঞতা নেই। যেটা এশিয়া কাপে গিয়ে আমাদের করতে হবে। এই ক্লাসগুলো এখনও করছি।'

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে জেসির। সাকিবও তাকে সবার মতো অভিনন্দন জানিয়েছেন। তবে এই বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি বলে জানালেন এই নারী আম্পায়ার।

তিনি বলেন,  'এখন পর্যন্ত ওর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। কারণ আমাদের নিজেদেরও খেলা চলছে। সে কারণে কারো সঙ্গেই সেভাবে কথা বলা হচ্ছে না। যেহেতু একদিন পর পরই খেলা। যাওয়ার আগে সব খেলাই মোটামুটি শেষ হয়ে যাবে। এখন পর্যন্ত কোনো কথা হয়নি কিন্তু আমরা সবাই যে গ্রুপে আছি সেখানে অভিনন্দন জানিয়েছে সবাই। সেখানে সাকিবও আছে। সাকিবও করেছে। কিন্তু আলাদাভাবে কথা হয়নি।'

আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ২১ জুন পর্যন্ত চলবে ৮ দলের এই টুর্নামেন্ট। মোট ১৫টি ম্যাচ হবে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে ১৪ জুন তারা খেলবে শ্রীলঙ্কার সঙ্গে।

১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। 'এ' গ্রুপে স্বাগতিক হংকংয়ের সঙ্গে লড়াই করবে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে ১৯ জুন। সেখান থেকেই জয়ী দুই দল জায়গা করে নেবে ফাইনালে।