Connect with us

বাংলাদেশ ক্রিকেট

‘সাকিবের চেয়ে ভালো ব্যাটার-বোলার থাকলেও অলরাউন্ডার নেই’


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচই জিতিয়েছেন সাকিব আল হাসান। সবশেষ এক যুগে সাকিব এবং ম্যাচসেরা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অলরাউন্ডার হিসেবে রয়েছেন বিশ্ব সেরাদের কাতারেও। নাজমুল হাসান পাপন তাই অলরাউন্ডার সাকিবের সঙ্গে কারও তুলনা করতে চান না।

বল হাতে বরাবরই দুর্দান্ত সাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট।

রঙিন পোশাকে সাকিবের দাপটটা একটু বেশি। ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

পাপন মনে করেন, সাকিবের চেয়ে বাংলাদেশে ভালো ব্যাটার কিংবা বোলার হয়ত থাকতে পারে তবে তার মতো অলরাউন্ডার কেউই নেই। পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলবো যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়ত ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এরকম কেউ নেই।’



কয়েক বছরের মাঝেই অবসর নিতে পারেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্রিকেট ছাড়লে বাংলাদেশে তার বিকল্প হবেন কে? এমন প্রশ্ন প্রায়শই শোনা যায়। অর্জন আর রেকর্ডে সাকিবকে কেউ আর ছুঁতে পারবে বলে মনে করেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। ধারণা করা হয় সাকিবের অভাব পূরণ করতে পারেন মেহেদি হাসান মিরাজ। তবে পাপন মনে করেন, মিরাজ সাকিবের কাছাকাছি যেতে পারেন।

পাপন বলেন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়ত। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।’

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন