Connect with us

পাকিস্তান ক্রিকেট

শ্বশুরের কাছে ছক্কা হাঁকানো শিখছেন শাহিন আফ্রিদি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ার আগ থেকেই ছক্কা হাঁকানোর সুনাম আদায় করে নিয়েছিলেন শহিদ আফ্রিদি। তার খুনে মেজাজে ব্যাটিংয়ের জন্য ভক্তরা তাকে ডাকতো 'বুম বুম আফ্রিদি'! এবার সেই ছক্কা হাঁকানোর কৌশল নিজের মেয়ের জামাই শাহিন শাহ আফ্রিদিকেও রপ্ত করাচ্ছেন শহিদ আফ্রিদি।

পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে খেলেছেন আফ্রিদি। এই সংস্করণে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ওয়ানডেতে কোনো ব্যাটারই এতো বেশি ছক্কা হাঁকাতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৩০১ ম্যাচে ৩৩১টি ছক্কা হাঁকানো 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইল।

ক্যারিয়ারে মাত্র ২৭টি টেস্ট খেলার সুযোগ হয়েছে আফ্রিদির। এই সংস্করণে তিনি ছক্কা হাঁকিয়েছেন ৫২টি। এ ছাড়া ৯৯টি টি-টোয়েন্টিতে আফ্রিদির ছক্কার সংখ্যা ৭৩টি। পাকিস্তানের হয়ে এই সংস্করণে এতো বেশি ছক্কা হাকাননি আর কোনো ব্যাটার।

ফ্র্যাঞ্চাইজি লিগে পুরো বিশ্বজুড়ে ৩২৯টি টি-টোয়েন্টি খেলে ২৫২টি ছক্কা হাঁকিয়েছেন আফ্রিদি। সবমিলিয়ে স্বীকৃত ক্রিকেটে সাত শতাধিক ছক্কা মেরেছেন তিনি। এবার নিজের মেয়ের জামাই এবং পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকেও দীক্ষা দিচ্ছেন তিনি।



এই ব্যাপারে শাহিন আফ্রিদি বলেন, 'আমি এবং লালা (শহিদ আফ্রিদি) শট অনুশীলন করেছিলাম। ফাইনাল ওভারে কীভাবে ছক্কা হাঁকাতে হয়, সেই অনুশীলন করেছিলাম। ব্যাটে কীভাবে সুইং করা যায় সেটাই দেখছিলাম। টি-টোয়েন্টিতে তার যে অভিজ্ঞতা সেটা আসলে কারো নেই। তার সঙ্গে কাজ করে আমার অনেক উপকার হয়েছে।'

মূলত পেসার হলেও ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে চান শাহিন, 'অবশ্যই আমি চাইব বোলার হিসেবে খেলতে। তবে বল হাতে যদি দিন ভালো না যায়, আমি চাইব ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে। আর যদি সেটাও না পারি, তাহলে চেষ্টা করব ভালো ফিল্ডিং করতে।'

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন