Connect with us

বাংলাদেশ ক্রিকেট

দিপুর ব্যাটিংয়ে মুগ্ধ বাশার


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম আন অফিশিয়াল টেস্টে হারের দ্বারপ্রান্তে থেকে ড্র করেছিল বাংলাদেশ 'এ' দল সেই ম্যাচে খেলা হয়নি শাহাদাত হোসেন দিপুর। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি।

কঠিন পরিস্থিতিতে খেলেছেন ১২৪ বলে ৭৩ রানের ইনিংস। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬৮ বলে ৫০ রানের আরেকটি ঝলমলে ইনিংস। এমন পারফরম্যান্সের পর নির্বাচকদেরও নজর কেড়েছেন তিনি। হাবিবুল বাশার জানিয়েছেন দিপুর ব্যাটিং মুগ্ধ করেছে তাকে।

দিপুর ব্যাটিংয়ের প্রশংসা করে দিপু বলেছেন, 'তাকে দেখে গোছানো মনে হয়েছে। দীর্ঘ পরিসরে যেরকম ব্যাট করতে হয়, দিপুকে মনে হয়েছে সেরকম। খুব গোছানো, টেকনিকও খুব ভালো। ওর ব্যাটিং মুগ্ধ করার মতন।'

সিলেটের ঘাসের উইকেটে বাংলাদেশের ব্যাটারদের রীতিমতো ঝাম ঝরাতে হচ্ছে। দুই ম্যাচেই প্রায় উইকেতে ৬ মিলিমিটার ঘাস ছিল। এমন পেস বান্ধব কন্ডিশনেও যারা ব্যাট হাতে পারফরম্যান্স করছেন তাদের গুডবুকে রাখছেন নির্বাচকরা।



সেই কথা জানিয়ে বাশার বলেন, 'উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। কারণ, সিলেটে দুই ম্যাচেই ৬ মিলি গ্রাস রেখেছি। বেশ সিমিং কন্ডিশন। এই কন্ডিশনে কে কেমন ব্যাটিং করে দেখার বিষয় ছিল। দিপু তো ভালো ব্যাটিং করছে অনেক দিন ধরেই। আমাদের প্রথম শ্রেণিতেও ভালো ব্যাট করেছে। এভাবে চালিয়ে যেতে পারলে ভালো খেলোয়াড় হতে পারে আগামীর জন্য।'

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকেই ফর্মের তুঙ্গে আছেন দিপু। প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে একটি ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পুরো আসর জুড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৮০ রান।

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন