বাংলাদেশ ক্রিকেট

দিপুর ব্যাটিংয়ে মুগ্ধ বাশার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:14 বৃহস্পতিবার, 25 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম আন অফিশিয়াল টেস্টে হারের দ্বারপ্রান্তে থেকে ড্র করেছিল বাংলাদেশ 'এ' দল সেই ম্যাচে খেলা হয়নি শাহাদাত হোসেন দিপুর। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন তিনি।

কঠিন পরিস্থিতিতে খেলেছেন ১২৪ বলে ৭৩ রানের ইনিংস। এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬৮ বলে ৫০ রানের আরেকটি ঝলমলে ইনিংস। এমন পারফরম্যান্সের পর নির্বাচকদেরও নজর কেড়েছেন তিনি। হাবিবুল বাশার জানিয়েছেন দিপুর ব্যাটিং মুগ্ধ করেছে তাকে।

দিপুর ব্যাটিংয়ের প্রশংসা করে দিপু বলেছেন, 'তাকে দেখে গোছানো মনে হয়েছে। দীর্ঘ পরিসরে যেরকম ব্যাট করতে হয়, দিপুকে মনে হয়েছে সেরকম। খুব গোছানো, টেকনিকও খুব ভালো। ওর ব্যাটিং মুগ্ধ করার মতন।'

সিলেটের ঘাসের উইকেটে বাংলাদেশের ব্যাটারদের রীতিমতো ঝাম ঝরাতে হচ্ছে। দুই ম্যাচেই প্রায় উইকেতে ৬ মিলিমিটার ঘাস ছিল। এমন পেস বান্ধব কন্ডিশনেও যারা ব্যাট হাতে পারফরম্যান্স করছেন তাদের গুডবুকে রাখছেন নির্বাচকরা।

সেই কথা জানিয়ে বাশার বলেন, 'উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। কারণ, সিলেটে দুই ম্যাচেই ৬ মিলি গ্রাস রেখেছি। বেশ সিমিং কন্ডিশন। এই কন্ডিশনে কে কেমন ব্যাটিং করে দেখার বিষয় ছিল। দিপু তো ভালো ব্যাটিং করছে অনেক দিন ধরেই। আমাদের প্রথম শ্রেণিতেও ভালো ব্যাট করেছে। এভাবে চালিয়ে যেতে পারলে ভালো খেলোয়াড় হতে পারে আগামীর জন্য।'

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) থেকেই ফর্মের তুঙ্গে আছেন দিপু। প্রাইম ব্যাংকের হয়ে ওপেনিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে একটি ১০৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পুরো আসর জুড়ে ১৩ ম্যাচে করেছেন ৪৮০ রান।