Connect with us

আইপিএল

টি-টোয়েন্টিতে এখন আর অ্যাঙ্করের ভূমিকা নেই: রোহিত


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। দীর্ঘ ১৬ বছর ধরে ভারতের ওপেনিং সামলাচ্ছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টির বিভিন্ন পরিবর্তন চোখের সামনে দেখেছেন ভারতীয় এই ব্যাটার।

তিনিই মনে করেন শুরুর দিকের বিপর্যয় বা বিশেষ কোনো পরিস্থিতি না হলে টি-টোয়েন্টিতে অ্যাঙ্কর ভূমিকার কোনো জায়গা নেই। এখন আর খুব বেশি প্রয়োজন না হলে ইনিংস ধরে খেলার সুযোগ নেই বলে মনে করেন তিনি। সবাই এখন ভিন্নভাবে টি-টোয়েন্টি খেলছে বলেও মন্তব্য করেছেন রোহিত।

তিনি বলেন, 'আমি যা দেখছি, তাতে অ্যাঙ্কর কোনো ভূমিকা এখন আর নেই। টি-টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হচ্ছে। যদি না আপনার দলের রান থাকে ৩ উইকেটে বা ৪ উইকেটে ২০… সেটা তো আর সবদিন হয় না। কখনও কখনও অমন পরিস্থিতিতে পড়তে হয়, তখন কারও ইনিংস অ্যাংকর করে ভালো স্কোরে নিয়ে শেষ করতে হয়। কিন্তু এমনিতে এখন অ্যাংকর বলে কিছুর জায়গা নেই। সবাই এখন ভিন্নভাবে খেলছে।'

রোহিতের বিশ্বাস মানসিকতার পরিবর্তন না করলে টি-টোয়েন্টিতে টেকা অনেক কঠিন হয়ে যাবে ক্রিকেটারদের জন্য। যারা মানসিকতার উন্নতি করবে তারাই অন্য উচ্চতায় পৌঁছে যাবে। রোহিতের ভাষ্য, 'মানসিকতায় বদল না আনতে পারলে আপনাকে স্রেফ উড়ে যেতে হবে। অন্য পক্ষের মানুষগুলো এখন খেলাটাকে নিয়ে ভিন্নভাবে ভাবছে এবং এটিকে তারা অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে।'



বেশিরভাগ সময়ই টি-টোয়েন্টিতে দেখা যায় ৭ জন ব্যাটার ও ৪ বোলার নিয়ে খেলে দলগুলো। এটাকেই আদর্শ মানছেন রোহিত। যারাই ব্যাট করেন না কেন প্রত্যেককে দেড়শ থেকে দুইশ স্ট্রাইক রেটে ব্যাট করার পরামর্শ দিয়েছেন তিনি। দলে প্রত্যেকের ভূমিকাই জরুরি।

রোহিত বলেন, 'সাত ব্যাটসম্যানের সবাইকেই ভূমিকা রাখতে হবে। ভালো একটি স্কোর গড়তে পারলে তো অবশ্যই ভালো। তবে যদি ১০-১৫ বা ২০ বলে ৩০-৪০ রান করা যায়, সেটিও ভালো। কারণ দলে নিজের ভূমিকাটা পালন করা হচ্ছে। খেলাটা এখন বদলে গেছে।'

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন