Connect with us

আইপিএল

লক্ষ্ণৌকে উড়িয়ে ফাইনালের আরও কাছে মুম্বাই


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে জ্বলে উঠলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ পেসার আকাশ মাধওয়াল। তার পাঁচ রানে পাঁচ উইকেটের বোলিং ফিগারে বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে নতজানু হয়ে পড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মার্কাস স্টইনিস ছাড়া দাঁড়াতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। ফলে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০১ রানেই থেমেছে লক্ষ্ণৌর ইনিংস। তাতে ৮১ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে দলটি। এদিকে এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার মুম্বাই। ম্যাচটি জিতলেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে পাঁচবারের শিরোপাজয়ীরা।

চেন্নাইতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। স্কোরবোর্ডে ৩৮ রান তুলতেই দুই ওপেনার রোহিত ও ইশান কিশানের উইকেট হারায় দলটি। ১০ বলে ১১ রান আসে রোহিতের ব্যাটে। ইশান করেন ১২ বলে ১৫ রান।

পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেট হারানোর পরের ৭ ওভার ক্যামেরন গ্রিন এবং সূর্যকুমার যাদবের ব্যাটে এগিয়ে যেতে থাকে মুম্বাই। তাদের অবশ্য অনেক দূর যেতে দেননি নাভিন উল হক। রোহিতের পর এই দুজনের উইকেটও নেন নাভিন।

২০ বলে ৩৩ রান করেন সূর্যকুমার। একই ওভারের শেষ বলে গ্রিন বোল্ড হয়ে ফিরে যান ২৩ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে। শেষদিকে তিলক ভার্মার ২২ বলে ২৬, টিম ডেভিডের ১৩ বলে ১৩ এবং ইমপ্যাক্ট প্লেয়ার নেহাল ওয়াধেরার ১২ বলে ২৩ রানের ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় মুম্বাই।



লক্ষ্ণৌর হয়ে ৩৮ রান খরচায় চার উইকেট নেন নাভিন। ৩৪ রান খরচায় তিন উইকেট নেন যশ ঠাকুর।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লক্ষ্ণৌ। মাধওয়ালের তোপে এ দিন দাঁড়াতেই পারেনি দলটি। কেবল চারে নামা স্টইনিসের ব্যাটে আসে ২৭ বলে ৪০ রানের ইনিংস।

অজি এই অলরাউন্ডার যখন রানআউট হয়ে ষষ্ঠ উইকেট হিসেবে বিদায় নেয়, তখন হার কেবল সময়ের ব্যাপার লক্ষ্ণৌর। দলটির ব্যাটারদের মধ্যে স্টইনিস ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার কাইল মেয়ার্স (১৩ বলে ১৮) এবং দীপক হুডা (১৩ বলে ১৫)।

সর্বশেষ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

চন্দরপল-ডি সিলভার আক্ষেপের পরও উইন্ডিজের দুর্দান্ত দিন

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

ওপেনিংয়ে ক্রলিতেই আস্থা কির

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

২ বছর পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে করুনারত্নে

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

রাহানে তার পুরোনো ফর্ম ফিরে পেয়েছে, বিশ্বাস কার্তিকের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

মোহিতের স্লোয়ারের অপেক্ষায় ছিলেন জাদেজা

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শান্ত-হৃদয়দের নিয়মিত বোলিংয়ে দেখতে চান হেরাথ

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আয়ারল্যান্ড টেস্টে খেলা হচ্ছে না অ্যান্ডারসন-রবিনসনের

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

নিয়তি এটা ধোনির জন্য লিখে রেখেছিল: হার্দিক

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

আইপিএলে দেয়া হলো ৬০ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার

৩০ মে, মঙ্গলবার, ২০২৩

শুধুমাত্র ভক্তদের জন্য আরও এক মৌসুম খেলতে চান ধোনি

আর্কাইভ

বিজ্ঞাপন