শ্রীলঙ্কা ক্রিকেট

ধোনির সঙ্গে একমত নন মালিঙ্গা, পাথিরানাকে বললেন টেস্ট খেলতে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:52 সোমবার, 22 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে লাসিথ মালিঙ্গার মতো অ্যাকশনে বল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন মাথিশা পাথিরানা। তবে শুরুর দিকে তার বলের প্রতি নিয়ন্ত্রণ ছিল না। তখন ডাক পড়েছিল মালিঙ্গার। তার নির্দেশনাতেই নিজেকে নতুন করে গড়েছেন পাথিরানা।

ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন তিনি। দুই মৌসুম ধরেই চেন্নাই সুপার কিংসের পেস বোলিং আক্রমণের মূল ভরসা এই পেসার। এমন পারফরম্যান্সের পরও তাকে টেস্ট ক্রিকেট বা লাল বলের ক্রিকেটের ধারে কাছেও যেতে মানা করেছেন মহেন্দ্র সিং ধোনি।

চেন্নাইয়ের অধিনায়ক কোন প্রেক্ষিতে এই কথা বলেছেন সে ব্যাপারে বিস্তারিত না জানলেও মালিঙ্গা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেললে এভাবে বেঁছে বেঁছে খেলা বেশ কঠিন। শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাত্র ম্যাচই খেলেছেন পাথিরানা। আগামীতে নিয়মিত সুযোগ পেলে শ্রীলঙ্কার হয়ে সব ফরম্যাটেই তার উজার হয়ে খেলা উচিত বলে মনে করেন মালিঙ্গা।

তিনি বলেন, ‘এমএস ধোনি বলছে, তার (পাতিরানার) শুধু আইসিসি টুর্নামেন্ট খেলা উচিত। আমি জানি না, সে মজা করেই এমন বলেছে কি না। (কারণ) জাতীয় দলের হয়ে খেললে এমন করাটা কঠিন।’

এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে মালিঙ্গা আরও বলেন, ‘আমার মনে হয়, কেউ যদি তাকে লাল বলের ক্রিকেট খেলতে নিষেধ করে, এর পেছনের কারণ তার চোটে পড়ার শঙ্কা। তবে আমি প্রথমে লাল বলের ক্রিকেটই খেলেছি। কেউ আমাকে অমন কিছু বলেনি।'

মালিঙ্গা নিজেও ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত লাল বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন। তাকে কেউই লাল বলের ক্রিকেট ছাড়তে বলেননি। তার ক্যারিয়ারে হ্যামস্ট্রিং বা কুঁচকির চোটেরও কোনো উদাহরণ নেই। ফলে পাথিরানাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করাটাও ঠিক মনে হচ্ছে না তার।

সাবেক এই লঙ্কান পেসার বলেন, '২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত আমি লাল বলে খেলেছি, কিন্তু আমার আন্তর্জাতিক ক্যারিয়ার ১৬ বছরের,  আইপিএল ও বিগ ব্যাশসহ অন্যান্য লিগ খেলেছি। এই সময়ে আমি কখনো হ্যামস্ট্রিং বা কুঁচকি বা পিঠ বা পায়ের মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়িনি। হয়তো অনেকেই আমার কথার বিরোধিতা করবেন, তবে আমার মনে হয় না সে চোটে পড়বে এটি ধরে নেওয়া উচিত। আমি এভাবেই খেলেছি, তার মতোই বোলিং করতাম। ফলে চ্যালেঞ্জটা আমি জানি।’

গত বছর শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন পাথিরানা। সেই ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। মালিঙ্গা মনে করেন টেস্টেও খেলা উচিত পাথিরানার। এরপর ভাগ্যই বলে দেবে লাল বলের ক্রিকেটে কতদূর এগোবে তার  ক্যারিয়ার। টেস্ট খেললে ব্যাটারের মানসিকতা পড়তে শিখবেন পাথিরানা সেতাই বিশ্বাস মালিঙ্গার।

তিনি বলেন, ‘আপনার হাড়ের চোট হতেই পারে, কারণ সেটি নির্ভর করছে প্রতিটি বলে আপনি কতটা জোর দিচ্ছেন। তবে আমি তাকে বলব—টেস্ট ক্যাপটা নিতে। হয়তো একটাই খেলবে, হয়তো ১০টা খেলবে, হয়তো ১০০টি খেলবে—কে জানে! সে যখন ১৫-২০টি টেস্ট খেলবে, তার বোলিং ফিটনেস ও স্কিলের উন্নতিই হবে। সে বুঝবে কীভাবে ব্যাটসম্যানকে ‘সেট-আপ’ করে আউট করতে হয়, কীভাবে একটা স্পেল সাজাতে হয়।'